সারা দেশের সঙ্গে বর্ধমানেও শ্রদ্ধার সঙ্গে পালিত হল বন শহিদ দিবস

Souris  Dey

Souris Dey

ফোকাস বেঙ্গল ডেস্ক,পূর্ব বর্ধমান: গোটা রাজ্যের পাশাপাশি শনিবার পূর্ব বর্ধমান জেলা বনাধিকারিক অফিসেও পালিত বল বনশহিদ দিবস। এদিন বর্ধমানের রমনাবাগানে অবস্থিত জেলা বনাধিকারিক অফিস চত্বরে শহীদ বেদীতে মালা ও পুষ্প দিয়ে বন শহিদদের উদ্দেশ্যে শ্রদ্ধা জানানো হয়। উপস্থিত ছিলেন জেলা বনাধিকারিক নিশা গোস্বামী সহ বন দপ্তরের অফিসাররাও।

বিজ্ঞাপন

 

উল্লেখ্য, এদিন রাজ্যের ৩টি জায়গায় মূল অনুষ্ঠান হলেও গোটা দেশ জুড়েই এই বনশহিদ দিবস পালিত হয়েছে। মূলত, যে সমস্ত বনকর্মীরা বন ও বন্য জন্তুদের বাঁচাতে গিয়ে প্রাণ দিয়েছেন, শহীদ হয়েছেন, প্রত্যেক বছর এই দিন তাঁদের শ্রদ্ধা জানানো হয়। কিন্তু এবছর করোনাজনিত কারণে অনুষ্ঠানসূচিকে সংক্ষিপ্ত করা হয়েছে বলে জানিয়েছেন জেলা বনাধিকারিক।

আরো পড়ুন