ফোকাস বেঙ্গল ডেস্ক,পূর্ব বর্ধমান: একরাশ দুশ্চিন্তা নিয়েই আগামী ১৮ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে ১৪ তম ভারত সংস্কৃতি উৎসব। শনিবার বর্ধমানের পান্থশালায় সাংবাদিক সম্মেলনে এখবর জানিয়েছেন, আয়োজক সংস্থা হিন্দুস্থান আর্ট এন্ড মিউজিক সোসাইটির কর্ণধার এবং উৎসব কমিটির সাধারণ সম্পাদক প্রসেনজিৎ পোদ্দার। উপস্থিত ছিলেন উৎসব কমিটির কার্যকরী সভাপতি অরূপ দাস,তিলক দুবে সহ কমিটির অন্যান্য পদাধিকারীরা।
এদিন তিনি জানিয়েছেন, করোনার জেরে যে সমস্ত শিল্পীরা প্রাণ হারিয়েছেন তাঁদের প্রতি সম্মান ও কৃতজ্ঞতা জানাতে উৎসব কমিটির পক্ষ থেকে তাঁদের আর্থিক অনুদান দেবার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। উল্লেখ্য, ভারত সংস্কৃতির চর্চার পাশাপাশি সংস্থার উদ্যোগে, রক্তদান শিবির, প্রাকৃতিক দুর্যোগে দুর্গতদের সাহায্যের মত কর্মসূচীও পালন করা হচ্ছে। ১৪ বছর আগে বর্ধমান শহর থেকেই শুরু হয়েছিল ভারত সংস্কৃতি উৎসব। আস্তে আস্তে দেশ বিদেশেও এই উৎসবের প্রভাব বিস্তার হয়েছে।