---Advertisement---

ভয়াবহ অগ্নিকান্ডে মেমারীতে ভস্মীভূত মশলার দোকান

Souris Dey

Published

ফোকাস বেঙ্গল ডেস্ক,মেমারী: আগুনে পুড়ে ভস্মীভূত হয়ে গেল মেমারীর বামুনপাড়া মোড়ের কাছে একটি মশলা কারখানা সহ মুদিখানা দোকান। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার গভীর রাতে। শুক্রবার সকালে প্রতিবেশীদের নজরে আসার পর তাঁরা দোকানের মালিককে খবর দেন। ইতিমধ্যে গোটা এলাকায় তীব্র ঝাঁঝালো গন্ধে ভরে ওঠে। খবর দেওয়া হয় মেমারীর দমকল কেন্দ্রে। দমকলের ২টি ইঞ্জিন প্রায় ঘণ্টাচারেক চেষ্টার পর আগুন আয়ত্ত্বে নিয়ে আসে। 

বিজ্ঞাপন
কি কারণে আগুন লাগল তা জানা না গেলেও প্রাথমিকভাবে অনুমান সর্ট সার্কিট থেকেই আগুন লাগে। এদিন দোকানের মালিক সেখ আসরাফুল ইসলাম জানিয়েছেন, মুদির দোকানের পিছনেই ছিল তাঁর গুদাম ঘর এবং মশলার কারখানা। সবই আগুনে ভস্মীভূত হয়ে গেছে। প্রায় লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে তিনি জানিয়েছেন। এদিন এই অগ্নিকাণ্ডের খবর পেয়েই ঘটনাস্থলে আসেন মেমারীর পুর প্রশাসক স্বপন বিষয়ী এবং মেমারীর তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি স্বপন ঘোষাল। এদিকে, আগুন নেভাতে গিয়ে একজন দমকল কর্মী অসুস্থও হয়ে পড়েন।

See also  এবার নৌকাই ভরসা! গত কয়েকদিনের অবিশ্রাম বৃষ্টিতে শেষমেষ জলের তোড়ে ভেঙ্গেই গেল সেতু, বিচ্ছিন্ন বর্ধমানের দুটি ব্লকের প্রায় ২০টি গ্রাম
শেয়ার করুন 🤝🏻

Join WhatsApp

Join Now
---Advertisement---