---Advertisement---

ট্রেনে ১৯ বোতল মদ নিয়ে ভ্রমণ, বর্ধমানে স্টেশনে গ্রেপ্তার বিহারের বাসিন্দা

Souris Dey

Published

ফোকাস বেঙ্গল ডেস্ক,বর্ধমান: হাওড়া-রক্সওল মিথিলা এক্সপ্রেসে অবৈধভাবে ১৯টি মদের বোতল নিয়ে ভ্রমণ করার অপরাধে সাগর কুমার(২৬) নামে এক যুবক কে গ্রেপ্তার করল বর্ধমান আরপিএফ। পুলিশ সূত্রে জানা গেছে ধৃত সাগর কুমারের বাড়ি বিহারের চম্পরণ জেলার তারকুলিয়া থানার বিজুলপুর এলাকায়। ধৃত ব্যক্তি এতো পরিমাণ মদের বোতল বহন করার বিষয়ে কোনো বৈধ কাগজ ও কারণ পুলিশের কাছে দেখাতে পারেনি। মঙ্গলবার অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তারের পর আরপিএফের কর্তব্যরত অফিসার বর্ধমান রেলওয়ে স্টেশনের জিআরপি থানার হাতে তুলে দেয়।

বিজ্ঞাপন

বর্ধমান রেলওয়ে স্টেশনের আরপিএফ পোস্ট সূত্রে জানা গেছে, ‘ অপারেশন সতর্ক ‘ এর অধীনে ট্রেনে তল্লাশি অভিযান চালানোর সময় মেমারি স্টেশনে আপ মিথিলা এক্সপ্রেসের বি-৯ কামরায় এক ব্যক্তির আচরণ দেখে সন্দেহ হয় কর্তব্যরত অফিসারের। ওই ব্যক্তির পিঠ ব্যাগ (সবুজ/কালো রঙ) খুলে তল্লাশি করতেই ১৯ টি ব্লেন্ডারস প্রাইড ব্র্যান্ডের ৭৫০ এম এলের বোতল পাওয়া যায়। এরপরই পুলিশ সাগর কুমার নামে ব্যক্তিকে আটক করে বর্ধমান স্টেশনের আরপিএফ পোস্টে নিয়ে আসে। পুলিশ জানিয়েছে, সমস্ত বোতল গুলোর আনুমানিক বাজার মূল্য ১৯হাজার ৬২০টাকা।

See also  পরীক্ষা না দিয়েই কেন ফেল, ধাত্রীগ্রাম বালিকা বিদ্যালয়ের পড়ুয়াদের বিক্ষোভ
শেয়ার করুন 🤝🏻

Join WhatsApp

Join Now
---Advertisement---