---Advertisement---

মূর্ছনা – দ্বিতীয় বর্ষে পদার্পণ প্রতিভার নৃত্য উৎসব, চলবে ২৮ সেপ্টেম্বর থেকে ২অক্টোবর পর্যন্ত

Souris Dey

Published

ফোকাস বেঙ্গল ডেস্ক,বর্ধমান: ২৫বছর পূর্তি উপলক্ষে প্রথমবছর মহাসমারোহে পালন করার পর এবছরেও নতুন আঙ্গিকে ও আকর্ষণে প্রতিভা কালচারাল সেন্টার উদযাপন করতে চলেছে নৃত্য উৎসব ‘ মূর্ছনা ‘। আগামী ২৮ সেপ্টেম্বর থেকে ২ অক্টোবর পর্যন্ত বর্ধমান বংশগোপাল টাউন হলে এই নৃত্য উৎসবের আয়োজন করা হয়েছে।

বিজ্ঞাপন

প্রতিভার সম্পাদক তথা আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন নৃত্য শিল্পী পিয়ালী ঘোষ জানিয়েছেন, মূর্ছনার দ্বিতীয় বর্ষে প্রতিদিনই থাকছে বিশেষ উপস্থাপনা। উৎসবে উপস্থিত থাকবেন দেশ বিদেশের বিশিষ্ট অতিথি শিল্পীরা। নৃত্যানুষ্ঠানের পাশাপাশি থাকছে গান, আবৃত্তি ও অংকন প্রদর্শনী।

এছাড়াও উৎসব প্রাঙ্গনে আয়োজন করা হয়েছে এক শিল্প প্রদর্শনীর, যার মূল ভাবনা বাংলার সংস্কৃতি ও কুটির শিল্পকে সকলের কাছে পৌঁছে দেওয়া। ভারত সরকারের সংস্কৃতি মন্ত্রকের সহায়তায় ও প্রতিভা কালচারাল সেন্টারের উদ্যোগে এই উৎসবের আয়োজন করা হয়েছে।

See also  রায়নায় অবৈধভাবে বালি পাচারের সময় গ্রেপ্তার ট্রাক্টর চালক, আটক গাড়ি
শেয়ার করুন 🤝🏻

Join WhatsApp

Join Now
---Advertisement---