---Advertisement---

বোলপুর যাওয়ার পথে আঝাপুরে গাড়ি দুর্ঘটনার কবলে, মৃত এক শিক্ষক

Souris Dey

Published

ফোকাস বেঙ্গল ডেস্ক,জামালপুর: কলকাতা থেকে বীরভূমের বোলপুর ফেরার পথে ১৯নং জাতীয় সড়কের জামালপুর থানার আঝাপুর চৌমাথায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি চারচাকা গাড়ি উল্টে মারা গেলেন এক ব্যক্তি। মৃত ব্যক্তির নাম সুপ্রিয় ধর, বয়স ৪০। বাড়ি বোলপুর।

বিজ্ঞাপন

জানা গেছে, মৃত সুপ্রিয় ধর খয়রাশোল এলাকার একটি স্কুলের শিক্ষক ছিলেন। দুর্ঘটনাগ্রস্থ গাড়িটিতে আরো একজন ছিলেন। জানা গেছে তার নাম সুমিত কুমার মাল। তিনিও সামান্য আহত হয়েছেন। তিনিও একই স্কুলের শিক্ষক।

জানা গেছে, চারচাকা গাড়িটি জাতীয় সড়কের ওপর আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে নিজের লেন ছেড়ে পাশের লেনে চলে যায় এবং গাড়িটি পাল্টি খেয়ে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় সুপ্রিয় ধরের। বিকট আওয়াজ শুনে আশপাশের লোকজন এসে গাড়ি থেকে উদ্ধার করেন দুজনকে। দুর্ঘটনার পরই ঘটনাস্থলে উপস্থিত হয় জামালপুর থানার পুলিশ এবং ন্যাশনাল হাইওয়ের কর্মরত আধিকারিকেরা।

See also  বর্ধমান রমনাবাগান অভয়ারণ্যে ফের বাচ্চার জন্ম দিল চিতা কালী
শেয়ার করুন 🤝🏻

Join WhatsApp

Join Now
---Advertisement---