বর্ধমান মেডিক্যাল – কানের অস্ত্রোপচারের পর শিশুর মৃত্যু, চিকিৎসকদের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের পরিবারের

Souris  Dey

Souris Dey

ফোকাস বেঙ্গল ডেস্ক,বর্ধমান: কানের অস্ত্রোপচার করতে গিয়ে মৃত্যু হল আট বছরের শিশুর। বৃহস্পতিবার সকালে এই ঘটনাকে কেন্দ্র করে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতাল চত্বরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। চিকিৎসার গাফিলতির কারণেই শিশুর মৃত্যু হয়েছে এই অভিযোগে মৃত শিশুটির পরিবারের তফফে ইতিমধ্যেই দুই চিকিৎসকের বিরুদ্ধে হাসপাতাল সুপার ও বর্ধমান থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

বিজ্ঞাপন

জানা গিয়েছে, প্রায় দুবছর ধরে কানের সমস্যা নিয়ে বর্ধমান মেডিক্যালের কলেজ হাসপাতালের বহির্বিভাগে শিশুটির চিকিৎসা করিয়ে আসছিলেন তার বাবা মা। বর্ধমান ১ ব্লকের তালিত গ্রামে তাদের বাড়ি। হাসপাতালের চিকিৎসকের পরামর্শ অনুযায়ী গত ২২ সেপ্টেম্বর শিশুটিকে বর্ধমান মেডিক্যালে কানের অস্ত্রপচারে জন্য ভর্তি করা হয়। মঙ্গলবার তার অস্ত্রোপচার করা হয়। কিন্তু শিশুটির বাবা শ্রীকান্ত দাসের অভিযোগ, অস্ত্রোপচার করার পরেও দীর্ঘক্ষণ তার জ্ঞান ফেরেনি। পরিবারের লোকজন দেখা করতে চাইলে তাদের দেখা করতে দেওয়া হয়নি। এরপরে শিশুটিকে আই সি ইউ এবং পরে শিশু বিভাগে স্থানান্তর করা হয়। পরে বুধবার রাত প্রায় দুটো নাগাদ তাদের জানান হয় যে শিশুটি মারা গেছে।

বৃহস্পতিবার সকাল থেকেই এই ঘটনা নিয়ে ব্যাপক ক্ষোভ ছড়ায় হাসপাতাল চত্বরে। ভুল চিকিৎসার কারনে শিশুটির মৃত্যু হয়েছে বলে পরিবারের অভিযোগ। এই ঘটনায় বর্ধমান থানায় লিখিত অভিযোগ দায়ের করে পরিবারের লোকজন। অভিযোগ পত্রে দুই চিকিৎসকের নাম এবং রেজিষ্ট্রেশন নম্বর দেওয়া হয়েছে। এই দুই চিকিৎসকের ভুলেই মৃত্যু বলে অভিযোগ জানিয়েছেন তারা। মৃত শিশুর মা মালতি দাসের প্রশ্ন, ‘এক সামান্য কানের অস্ত্রপচারে করার সময় কিভাবে মেয়ে মারা যেতে পারে? চিকিৎসার ভুলের জন্যেই মেয়েকে হারাতে হল আমাদের।’ এই ঘটনা প্রসঙ্গে হাসপাতাল সুপার তাপস ঘোষ জানিয়েছেন, ” এখনও কোনোও লিখিত অভিযোগ পাওয়া যায়নি। মৌখিক অভিযোগের ভিত্তিতে দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। লিখিত অভিযোগ পেলে একটি তদন্ত কমিটি গঠন করে বিষয়টি খতিয়ে দেখা হবে।”

আরো পড়ুন