বিপুল পরিমাণ মদ সহ বর্ধমান স্টেশনে গ্রেপ্তার বিহারের বাসিন্দা

Souris  Dey

Souris Dey

ফোকাস বেঙ্গল ডেস্ক,বর্ধমান: বিহারগামী ট্রেনে ওঠবার আগেই শুক্রবার গভীর রাতে বর্ধমান স্টেশনের ২নং প্ল্যাটফর্ম থেকে বিপুল পরিমাণ মদ সহ এক ব্যক্তি কে গ্রেপ্তার করেছে রেল সুরক্ষা বাহিনীর পুলিশ। ধৃতের নাম কানহাইয়া কুমার(২৩), বাড়ি বিহারের খাগারিয়া জেলার চিত্রগুপ্তনগরের আবাদ বোর্ড এলাকায়।

বিজ্ঞাপন

আরপিএফ সূত্রে জানা গেছে, ক্রাইম ইন্টেলিজেন্স ব্রাঞ্চ (CIB) থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে গতকাল বর্ধমান স্টেশনের ২নম্বর  প্লাটফর্মে নজরদারি চালানোর সময় এক যুবককে সন্দেহজনক ভাবে একটি হাত ব্যাগ নিয়ে ঘুরতে দেখে আটক করে পুলিশ। ওই যুবককে জিজ্ঞাসাবাদ করে তার ব্যাগের ভিতর থেকে ৪৮টি ১৮০এম এল এর অফিসার্স চয়েস গ্র্যান্ড হুইস্কির বোতল এবং ১০টি প্রিমিয়াম কেআইকিউ(KIQ) আল্ট্রা লেজার বিয়ার (৫০০ ML) এর ক্যান উদ্ধার করে। আরপিএফ সূত্রে জানা গেছে, বাজেয়াপ্ত মদের আর্থিক মূল্য মোট ৮৩০০টাকা।

পুলিশ জানিয়েছে, এতো পরিমাণ মদ বহন সংক্রান্ত কোনো বৈধ কাগজ ধৃত ব্যক্তি তল্লাশির সময় পেশ করতে পারেনি। এমনকি ধৃত ব্যক্তি পুলিশ কে জিজ্ঞাসাবাদের সময় জানিয়েছে, সে বর্ধমান থেকে এই সমস্ত মদের বোতল কিনে বিহারে বেশি দামে বিক্রি করার জন্য নিয়ে যাচ্ছিলেন। এরপরই ওই ব্যক্তিকে গ্রেপ্তার করে রেল সুরক্ষা বাহিনীর পুলিশ। ধৃত ব্যক্তির বিরুদ্ধে বেঙ্গল এক্সাইজ অ্যাক্ট অনুযায়ী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বর্ধমান জিআরপি র হাতে তুলে দেওয়া হয়েছে।

আরো পড়ুন