ফোকাস বেঙ্গল ডেস্ক,পূর্ব বর্ধমান: মঙ্গলবার গভীর রাতে বর্ধমান মেডিকেল কলেজের হোস্টেলের তিনতলার ব্যালকনি থেকে রহস্যজনক ভাবে নিচে পরে মারা গিয়েছিলেন সার্জারি বিভাগের হাউস স্টাফ সেখ মোবারক হোসেন। এই ঘটনায় ব্যাপক আলোড়ন পড়েছিল মেডিকেল কলেজ জুড়ে। আর বৃহস্পতিবার সেই মৃত্যুর তদন্তে কলকাতা থেকে ৩ সদস্যের ফরেনসিক দল এল বর্ধমান মেডিকেল কলেজের ৩নং বয়েজ হোষ্টেলে। সঙ্গে ছিলেন বর্ধমান থানার আইসি সুখময় চক্রবর্তী ও থানার পুলিশ অফিসারেরা।
এমনকি মেডিকেল কলেজের এই হোষ্টেলের পিছনে মদের বোতল থেকে আপত্তিকর একাধিক জিনিস পড়ে থাকতে দেখে অনেকেরই চোখ কপালে উঠেছে। তা নিয়েও চর্চা শুরু হয়েছে। এব্যাপারে তৃণমূল ছাত্র পরিষদের জেলা সভাপতি মহম্মদ সাদ্দাম জানিয়েছেন, মোবারক হোসেনের মৃত্যু অত্যন্ত দুঃখজনক ঘটনা। কিভাবে এই ঘটনা ঘটল তা নিয়ে যথাযথ তদন্ত হওয়া প্রয়োজন। এই হোষ্টেলে বারবার একইধরণের ঘটনা ঘটছে কেন সে ব্যাপারে আরও সতর্কতা প্রয়োজন। সেক্ষেত্রে হোষ্টেল সুপারদেরও তাঁদের কর্তব্যে কোনো গাফিলতি আছে কিনা তাও খতিয়ে দেখা প্রয়োজন।