---Advertisement---

১১০কেজির মাছ দেখতে ভিড় উপচে পড়ল দীঘার সমুদ্রে

Souris Dey

Published

ফোকাস বেঙ্গল ডেস্ক,পূর্ব মেদিনীপুর: মঙ্গলবার সকালে হঠাৎই হইচই পড়ে গেল দীঘার সমুদ্র সৈকতে। দুদিন ধরে চলছে অবিরাম বৃষ্টি। আর তার মাঝেই দীঘার সমুদ্র থেকে উঠলো বিশাল আকৃতির মাছ ! দীঘার মোহনায় জেলেদের জালে ধরা পড়ল বিশালাকার কই ও ভোলা মাছ।

বিজ্ঞাপন

একটি মাছের ওজন প্রায় ১১০ কেজি। সচারচর এই প্রজাতির মাছ এতো বড় দেখতে পাওয়া যায় না। স্থানীয়দের মত, এই ধরনের মাছ অত্যন্ত গভীর সমুদ্রে থাকে। এদিন সকালে মাছটিকে দেখতে ভিড় জমান বহু মানুষ।

পারাদ্বীপের দিক থেকে  মাছটি দীঘার উপকূলে চলে এসেছে বলেই মনে করছেন স্থানীয়দের অনেকে। মাছটিকে স্থানীয় বি সি সি আড়তে নিয়ে আসা হয়। জানা গেছে  ২৫ হাজার টাকা মূল্যে মাছটিকে রপ্তানি করা হয় বিদেশে।

See also  কিছু মানুষের দায়িত্বজ্ঞানহীনতাই কি বর্ধমানকে লালের দিকে নিয়ে যাচ্ছে? উঠছে প্রশ্ন
শেয়ার করুন 🤝🏻

Join WhatsApp

Join Now
---Advertisement---