---Advertisement---

গলসির হোটেলে মধুচক্র, পুলিশের জালে দুই যুবক সহ চার যুবতী

Souris Dey

Published

ফোকাস বেঙ্গল ডেস্ক,গলসি: মধুচক্র চালানোর অভিযোগে গলসি থানার পুলিশ কুলগড়ে চটি থেকে খানা জংশন যাবার রাস্তার ধারে একটি হোটেল থেকে দুজন যুবক এবং চারজন যুবতীকে আটক করল। পাশপাশি হোটেল মালিক এবং যারা এই অবৈধ দেহ ব্যবসার কারবার চালাচ্ছিল তাদের খোঁজে পুলিশ তল্লাশি শুরু করেছে। ধৃতদের বিরুদ্ধে অর্থের বিনিময়ে দেহ ব্যবসা করার অভিযোগ আনা হয়েছে।

বিজ্ঞাপন
জানা গেছে হোটেলের মালিকের নাম মজনু মল্লিক। বাড়ি গলসি থানার মনোহরসুজাপুর এলাকায়। এছাড়াও এই অবৈধ ব্যবসা ফেঁদে যারা দালাল সেজে কারবার চালাচ্ছিল তারা হল খানা জংশনের দীপক সাউ, উত্তর গলসির বুইচা গ্রামের শেখ আরোজ, বর্ধমান থানার সদরঘাট এলাকার বাসিন্দা শেখ রিপন এবং শেখ টোটন। অভিযানের সময় এদের কাউকে পাওয়া যায়নি বলে পুলিশ সূত্রে জানা গেছে। 
পুলিশ জানিয়েছে, বেশ কিছুদিন ধরেই তাদের কাছে অভিযোগ আসছিল খানা জংশন যাবার রাস্তার উপরে একটি সদ্য গজিয়ে ওঠা হোটেলে উঠতি বয়সের ছেলে মেয়েরা আসা যাওয়া করছে। গতকাল এলাকাবাসীই প্রথমে হোটেলে বাইরে জড়ো হয়ে প্রতিবাদ করে। পরে পুলিশ পৌঁছে হোটেল থেকে দুজন যুবক সহ চারজন মহিলাকে আটক করেছে।
See also  কৈশোরের প্রেয়সী কে না পাওয়ার আক্ষেপ, যুবতীকে এলোপাথাড়ি ছুরির কোপ প্রাক্তন গৃহ শিক্ষকের
শেয়ার করুন 🤝🏻

Join WhatsApp

Join Now
---Advertisement---