বর্ধমানে ভবঘুরে, অসহায় পথশিশুদের নিয়ে ভাইফোঁটার আয়োজন স্পিডের

Souris  Dey

Souris Dey

ফোকাস বেঙ্গল ডেস্ক,বর্ধমান: আজ ভাইফোঁটা। বাঙালির ঘরে ঘরে দাদা, ভাইয়ের কপালে দই, চন্দনের ফোঁটা দিয়ে দিদি, বোনেরা মঙ্গল কামনা করে। পাশাপাশি বহু সমাজসেবা মূলক প্রতিষ্ঠানের পক্ষ থেকেও বিভিন্ন জায়গায় গণ ভাইফোঁটার আয়োজন করা হয়ে থাকে। এদিন বর্ধমানের সমাজসেবা মূলক প্রতিষ্ঠান স্পিডের পক্ষ থেকে প্রতিবছরের মতো এবছরেও বর্ধমান রেলওয়ে স্টেশনের ৮নম্বর প্লাটফর্মে ভবঘুরে, অসহায় পথ শিশুদের নিয়ে ভাইফোঁটার আয়োজন করা হয়।

বিজ্ঞাপন

স্পিডের কর্ণধার তাপস মাকড় বলেন, ‘ মূলত সমাজের নানান প্রথা, রীতি অনুযায়ী বিভিন্ন অনুষ্ঠানেই আমরা এই পথশিশুদের সামিল করে সমাজের মূল স্রোতে ফিরিয়ে আনার চেষ্টা চালিয়ে যাই সারা বছর। ভাইফোঁটা ভাই বোনের মধ্যে আন্তরিক বন্ধন আরো দৃঢ় করে তোলে। এই মানসিকতাই এই পথশিশুদের মধ্যে ছড়িয়ে দিতে আমাদের এই আয়োজন। আজ বহু শিশু খুবই আনন্দের সঙ্গে এই ভাইফোঁটার অনুষ্ঠানে অংশগ্রহণ করেছে।’

অন্যদিকে এদিনের এই অনুষ্ঠানে স্বশরীরে উপস্থিত থেকে স্টেশন চত্বরের ভবঘুরে কচিকাঁচাদের হাত থেকে ফোঁটা নিলেন বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস। বিধায়ক বলেন, ‘ খুব ভাল উদ্যোগ। এখানে এসে খুব ভাল লাগছে। এই পথ শিশুদের আরো বেশি সমাজ সচেতন করে তোলার জন্য স্পিডের এই ধরনের উদ্যোগ সত্যি খুব কার্যকরী ভূমিকা রাখে। ‘

আরো পড়ুন