---Advertisement---

মাস্ক বাধ্যতামূলক এই বার্তা দিতেই জেলা পুলিশ শুরু করল মাস্ক আপ বর্ধমান কর্মসূচী

Souris Dey

Published

বিজ্ঞাপন

ফোকাস বেঙ্গল ডেস্ক,পূর্ব বর্ধমান: থুতনিতে ঝুলিয়ে রাখা, নাক বার করে কেবলমাত্র মুখ ঢেকে রাখা – এভাবে মাস্ক পরে রাস্তায় বেরোলে এবার যথাযথ ব্যবস্থা নেওয়া হবে বলেই  ইঙ্গিত দিলেন পূর্ব বর্ধমান জেলা পুলিশ সুপার কামনাশীষ সেন। বৃহস্পতিবার বর্ধমানের ষ্টেশন সংলগ্ন বর্ধমান পুরসভার সামনে ‘মাস্ক আপ বর্ধমান’ শীর্ষক কর্মসূচির উদ্বোধন করেন জেলা পুলিশ সুপার। উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার কামনাশীষ সেনের সাথে অতিরিক্ত পুলিশ সুপার কল্যান সিংহ রায়, ডি এস পি হেড কোয়ার্টার সৌভিক পাত্র, ডিএসপি ট্রাফিক অতনু ব্যানার্জি, বর্ধমান সদর থানার আই সি সুখময় চক্রবর্তী, সেকেন্ড অফিসার সঞ্জয় রায় প্রমুখরা। 

এদিন জেলা পুলিশ সুপার বলেন, মাস্ক ব্যবহারের ক্ষেত্রে চরম গাফিলতি দেখা যাচ্ছে পথ চলতি সাধারন মানুষদের মধ্যে। মাস্ক ব্যবহারের নিয়ম হলো মাস্ক দিয়ে নাক মুখ ভালো করে ঢেকে রাখা। কিন্তু সেটা অনেকেই করছেন না বলে পুলিশ সুপার জানান। তিনি বলেন, অনেকেই মাস্ক দিয়ে শুধু মুখ টুকু ঢেকে রাখেন নাকটা খোলা থাকে, অনেকে আবার মাস্ক টাকে থুতনির কাছে রাখেন। এটা ঠিক নয়। মাস্কটা সঠিক ভাবে ব্যবহার করার পরামর্শ দেন পুলিশ সুপার। পুলিশ সুপার এদিন করোনার তৃতীয় ঢেউ এর আগমন সম্পর্কে জনগণকে আরো সচেতন হবার আহ্বান জানান। এদিন এই কর্মসুচীতে আরওবির কাছে পথ চলতি সাধারন মানুষদের দেওয়া হয় মাস্ক। পাশাপাশি রাত ৯টা থেকে ভোর ৫টা পর্যন্ত নাইট কারফিউ নিয়েও সচেতন করা হয় সাধারণ মানুষকে।
See also  বর্ধমানে দুর্ঘটনার কবলে বাস, আহত ৮ যাত্রী
শেয়ার করুন 🤝🏻

Join WhatsApp

Join Now
---Advertisement---