---Advertisement---

মর্মান্তিক পথ দুর্ঘটনায় গলসীর জাতীয় সড়কে প্রাণ গেল তিন মহিলা শ্রমিকের

Souris Dey

Published

ফোকাস বেঙ্গল ডেস্ক,গলসী: বৃহস্পতিবার সাত সকালে জাতীয় সড়ক ধরে হেঁটে মাঠে কাজে যাবার সময় মর্মান্তিক পথ দুর্ঘটনায় প্রাণ গেল তিন মহিলা শ্রমিকের। আশংকাজনক অবস্থায় আরো একজন বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে চিৎসাধীন। মৃত শ্রমিকদের নাম শিউলি লোহার (২৮), গায়ত্রী বাগ বয়স (৫০), জবা বাগ (২৪)। গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন রয়েছেন রুমা লোহার, তার বয়স ৩৫ বছর। 

বিজ্ঞাপন
জানা গেছে এদিন সকাল প্রায় ৬টা নাগাদ গলসি থেকে জাতীয় সড়ক ধরে হেঁটে গলিগ্রামে কাজে যাচ্ছিলেন এই চারজন মহিলা শ্রমিক। তিন বটতলার কাটিং এর কাছে অজানা একটি গাড়ি তাঁদের ধাক্কা মেরে পালিয়ে যায়। স্থানীয় মানুষ গলসি থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে চারজন মহিলাকেই উদ্ধার করে বর্ধমান মেডিকেলে পাঠালে চিকিৎসক এঁদের মধ্যে তিনজনকে মৃত ঘোষণা করেন। রুমা লোহার নামে আরেক শ্রমিকের আঘাত গুরুতর হওয়ায় তাঁর চিকিৎসা শুরু হয়েছে।
See also  রাতের অন্ধকারে বর্ধমানে মদের দোকানে চুরি, থানায় অভিযোগ দায়ের
শেয়ার করুন 🤝🏻

Join WhatsApp

Join Now
---Advertisement---