---Advertisement---

বাবাকে পিটিয়ে খুন করল মদ্যপ ছেলে

Souris Dey

Published

ফোকাস বেঙ্গল ডেস্ক,কালনা: মদ্যপ অবস্থায় বাড়ি ফিরে নিজের বাবাকে ঘুম থেকে তুলে পিটিয়ে খুন করল ছেলে। এই অমানবিক, নৃশংস ঘটনাটি ঘটেছে কালনার বুলবুলিতলা ফাঁড়ির কাকুরিয়া পঞ্চায়েতের মেদগাছি গ্রাম। মৃতের নাম কুমুদরঞ্জন হালদার (৬৯)। জানা গেছে, বুধবার ভোর তিনটে নাগাদ মদ খেয়ে বাড়ি ফেরে বিশ্বজিৎ হালদার। এদিকে তখনও পর্যন্ত ছেলের আশায় না ঘুমিয়ে বাড়িতেই খাবার নিয়ে বসেছিলেন মা অঞ্জলী হালদার। কিন্তু মদ খেয়ে বাড়ি আসার কথা বলতেই মেজাজ তুঙ্গে ওঠে গুণধর ছেলের। মায়ের গলায় হাঁসুয়াও ধরে। প্রাণভয়ে কোনমতে বাড়ি থেকে পালিয়ে যান তিনি। 

বিজ্ঞাপন
কিন্তু রক্ষা পেলেন না বাবা। ঘুমন্ত বাবাকে খাট থেকে তুলে মারধর শুরু করে ছেলে বিশ্বজিৎ। মারের চোটে গুরুতর অসুস্থ অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন তিনি। তাঁকে উদ্ধার করে প্রথমে মধুপুর গ্রামীণ স্বাস্থ্যকেন্দ্র, পরে কালনা মহকুমা হাসপাতালে নিয়ে আসার সময় ধাত্রীগ্রামের কাছেই মৃত্যু হয় কুমুদরঞ্জন বাবুর। ঘটনার পরই বিশ্বজিৎ হালদারকে গ্রেপ্তার করেছে বুলবুলিতলা ফাঁড়ির পুলিশ।
See also  বর্ধমানে বামেদের পথ অবরোধ
শেয়ার করুন 🤝🏻

Join WhatsApp

Join Now
---Advertisement---