ফোকাস বেঙ্গল ডেস্ক,বর্ধমান: বাড়ির সামনে খেলা করার সময় বিষধর সাপের কামড়ে অসুস্থ হয়ে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি হতে হল প্রথম শ্রেণীর এক ছাত্রীকে কে। ঘটনাটি ঘটেছে বর্ধমান পুরসভার শ্মশানের কাছে ধোকরাসহিদ এলাকায়। আক্রান্ত শিশুটির পরিবার সূত্রে জানা গেছে, সাপে কামড়েছে সন্দেহে শিশুটিকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়ার পাশাপাশি ঘাতক সাপটিকে উদ্ধার করার জন্য বনদপ্তর কে জানানো হয়। স্বাভাবিকভাবেই এই ঘটনায় শিশুটির পরিবারে ব্যাপক উদ্বেগ তৈরি হয়েছে।
বনদপ্তরের উদ্ধারকারী দলের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে সাপ টিকে উদ্ধার করে নিয়ে যায়। উদ্ধারকারী দলের সদস্য বাপন বৈরাগ্য জানিয়েছেন, ‘এটি একটি ফুট দেড়েকের গোখরো সাপ ছিল। শিশুটির পরিবারের লোকজন বুদ্ধিমত্তার সঙ্গে শিশুটিকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়ায় তার চিকিৎসাও তাড়াতাড়ি শুরু হয়েছে। আমরা সাপটিকে উদ্ধার করেছি।’
শিশুটির পরিবার সূত্রে জানা গেছে, বর্ধমান মেডিক্যালে শিশুটিকে নিয়ে যাওয়ার পরই বেশ কিছু শারীরিক পরীক্ষা করানো হয়। পরে বর্ধমান মেডিক্যালের শিশু বিভাগের চার তলায় পাঠানো হয়েছে। পরিবারের লোকজন জানিয়েছেন, পায়ের কোড়ি আঙ্গুলের কাছে সাপটি কামড়েছে বলে দেখা গেছে। চিকিৎসা শুরু হয়েছে। ৪৮ ঘণ্টা পর্যবেক্ষণে রাখা হবে বলে জানিয়েছেন মেডিক্যালের চিকিৎসকরা।