বিশ্ব প্রতিবন্ধী দিবস – বর্ধমান স্টেশনে ট্রেনের প্রতিবন্ধী কামরায় অবৈধ অনুপ্রবেশের দায়ে গ্রেপ্তার ১৩

Souris  Dey

Souris Dey

ফোকাস বেঙ্গল ডেস্ক,বর্ধমান: আজ রবিবার অর্থাৎ ৩ ডিসেম্বর বিশ্বব্যাপী আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস পালন করা হচ্ছে। এই উপলক্ষে বর্ধমান রেলওয়ে স্টেশনে বিশেষভাবে সক্ষম  যাত্রীদের সুবিধার্থে, RPF পোস্ট বর্ধমান-এর আধিকারিক ও কর্মীদের উদ্যোগে বিভিন্ন ট্রেনের প্রতিবন্ধী বগিতে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে।

বিজ্ঞাপন

বিশেষভাবে সক্ষম ব্যক্তিদের সুবিধা, অসুবিধা পরীক্ষা করার জন্য এই অভিযান চালানো হয় বলে আরপিএফ সূত্রে জানা গেছে। এই অভিযান চলাকালীন প্রতিবন্ধী কামরায় বেআইনি ভাবে যাত্রা করার অপরাধে ১৩ জন যাত্রীকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে রেলওয়ে আইনের সংশ্লিষ্ট ধারায় পৃথক মামলাও দায়ের করা হয়েছে বলে রেল সূত্রে জানানো হয়েছে।

এছাড়াও, আরপিএফ বর্ধমান পোস্টের কর্মীরা এদিন বিশেষভাবে সক্ষম যাত্রীদের ট্রেনে ওঠার সময় এবং ট্রেন থেকে নেমে প্ল্যাটফর্ম পেরিয়ে স্টেশনের বাইরে বেরোনোর ক্ষেত্রে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। স্বাভাবিকভাবেই আরপিএফ এর এই উদ্যোগে খুশি যাত্রী সাধারণ।

আরো পড়ুন