ফোকাস বেঙ্গল ডেস্ক,জামালপুর: শাসক দলের বিধায়ক। ভালো টাকা বেতনও পান। অনায়াসেই জমিতে খেত মজুর নামিয়ে জলে ডুবে থাকা নিজের বিঘে তিনেক জমির ধান কেটেও ফেলতেন পারতেন তিনি। কিন্তু সবাই খেত মজুর পায়নি। অনেকেই মাঠে জলে ভিজে থাকা জমির ধান কাটার জন্য লোক নিয়েছে। তাই কিছুটা বাধ্য হয়েই কাস্তে হাতে জমিতে নেমে পড়লেন জামালপুরের বিধায়ক অলোক মাঝি। সকাল থেকে তিন বিঘে জমির ধান এক জনের সহযোগিতায় নিয়ে কেটে কিছুটা জমির আলে, কিছুটা অন্যত্র তুলে বাঁচানোর চেষ্টা করলেন তিনি।
বিধায়ক হলেও কৃষি কাজে ছোট বেলা থেকেই পারিবারিক সূত্রে একটা আলাদা টান রয়েছে অলোক মাঝির বরাবরই। ছোট থেকে বাবাকে নিজেদের অল্প জমিতে কৃষি কাজ করতে দেখেছেন। কৃষি কাজের উপর নির্ভর করেই কষ্ট করে ছেলে মেয়েদের বড় করে তুলেছেন বাবা। তাই ধান নষ্টের কষ্টটা তিনি হাড়ে হাড়ে জানেন।
এদিন ধান কাটার প্রসঙ্গে অলোক মাঝি বলেন, ‘নিজের জমির ধান নিজে কেটেছি। এটা নতুন কিছু নয়, আর এরমধ্যে বাড়াবাড়িরও কিছু নেই। আমি বিধায়ক হলেও আগে আমি চাষির বাড়ির ছেলে। অনেক কষ্ট করে আমাদের বড় করেছেন বাবা। আমি ছোট থেকেই এইভাবে বাবাকে নিজের জমিতে কাজ করে আসতে দেখেছি। গোটা বাংলা জুড়ে এই যে প্রাকৃতিক বিপর্যয় নেমেছে সেখানে অন্য চাষিদের মতো আমিও অসহায়। আজ বিধানসভায় যাওয়া ছিল না। ফাঁকাই ছিলাম। তাই নিজের জমির ধান নিজেই কেটে ফেললাম। কিছুটাতো সাশ্রয় হবে।’