ফোকাস বেঙ্গল ডেস্ক,ভাতার: শুক্রবার উচ্চ মাধ্যমিকের ফল ঘোষণা হবে। আর তার আগে বৃহস্পতিবার বন্ধুদের সঙ্গে গ্রামের পুকুরে স্নান করতে গিয়ে পুকুরে তলিয়ে গেল এক উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী। বৃহস্পতিবার দুপুরে মর্মান্তিক ঘটনাটি ঘটেছে ভাতার থানার বামুনারা পঞ্চায়েতের চন্ডীপুর গ্রামে। মৃত ছাত্রের নাম রাজীব সাঁতরা (১৭)। বৃহস্পতিবার বেলা সাড়ে বারোটা নাগাদ পাড়ারই কয়েকজন বন্ধুকে নিয়ে আমপুকুর বলে একটি পুকুরে স্নান করতে নামে। পরিবারের লোকেরাই জানিয়েছেন ভালো সাঁতার জানতোনা রাজীব। এদিন বন্ধুদের সঙ্গে সাঁতার কাটতে নেমে পুকুরের অনেকটাই গভীরে চলে গিয়ে তলিয়ে যায়।
