---Advertisement---

বর্ধমানে গুরুপূর্ণিমা উপলক্ষে পুজোর লাইনে দাঁড়িয়ে বৃদ্ধার সোনার হার ছিনতাই, চাঞ্চল্য

Souris Dey

Published

বিজ্ঞাপন

ফোকাস বেঙ্গল ডেস্ক,বর্ধমান: গুরুপূর্ণিমা উপলক্ষে মন্দিরে পুজোর লাইনে দাঁড়িয়ে থাকার সময় এক বৃদ্ধার গলার সোনার হার ছিনতাইয়ের ঘটনায় উত্তেজনা ছড়াল বর্ধমান শহরের বড়নীলপুর শ্রীগুরু আশ্রম এলাকায়। ঘটনার পর পুজো দিতে আসা ভক্ত এবং আশ্রম কর্তৃপক্ষের তৎপরতায় ছিনতাইয়ের সঙ্গে যুক্ত সন্দেহে তিন মহিলাকে ধরে ফেলে। যদিও এই ঘটনায় যুক্ত থাকতে পারে এমন আরো বেশ কয়েকজন ভিড়ের মধ্যে পালিয়ে যায় বলে অভিযোগ। পরে পুলিশ এসে তিনজন মহিলাকে আটক করে থানায় নিয়ে যায়। তবে বৃদ্ধার চুরি যাওয়া সোনার হার এখনো উদ্ধার হয়নি বলেই জানা গেছে। 

স্থানীয় সূত্রে জানা গেছে, নীলপুর নিবাসী বৃদ্ধা অঞ্জলি দাস এদিন গুরু পূর্ণিমা উপলক্ষে সকালে পুজো দিতে এসেছিলেন শ্রীগুরু মন্দিরে। পুজোর লাইনে ভিড় থাকায় ঠেলাঠেলি হচ্ছিল। অভিযোগ ওই বৃদ্ধার পিছনে ছ-সাত জন মহিলা দাঁড়িয়ে ছিলেন। তাদের মধ্যে কয়েকজন হিন্দিতে কথা বলছিলেন। তারাই বেশি ঠেলাঠেলি করছিল বলে অভিযোগ। 
এই সময় আচমকাই তাদের মধ্যে কেউ অঞ্জলি দাসের গলা থেকে সোনার হারটি টেনে ছিঁড়ে নিয়ে পালিয়ে যায়। ঘটনার পরই চিৎকার চেঁচামেচি করতেই বৃদ্ধার ছেলে এবং উপস্থিত অনেকেই ওই মহিলাগুলোর পিছনে ধাওয়া করে। শেষমেষ জিটি রোডের কাছে বড় নীলপুর মোড়ে এসে তাদের তিনজনকে ধরে ফেলে তারা। এরই মধ্যে পুলিশ কে খবর দেওয়া হলে পুলিশ এসে ওই তিন মহিলাকে আটক করে। বর্ধমান থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
See also  প্রয়াত রাজ্যের প্রাক্তন মন্ত্রী রবিরঞ্জন চট্টোপাধ্যায়
শেয়ার করুন 🤝🏻

Join WhatsApp

Join Now
---Advertisement---