ফোকাস বেঙ্গল ওয়েব ডেস্ক: করোনা ভাইরাসের নতুন সাব-ভ্যারিয়েন্ট JN.1 ফের উদ্বেগ বাড়াচ্ছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু) ইতিমধ্যেই এই ভ্যারিয়েন্টের ব্যাপারে সতর্কবার্তা জারি করেছে। এর মধ্যেই ভারতেও এই ভ্যারিয়েন্টের উপস্থিতি নিশ্চিত হয়েছে। গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনা সংক্রমিত হয়েছেন ৩৩৫ জন।
এই পরিস্থিতিতে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক রাজ্যগুলিকে সতর্ক করেছে। মন্ত্রক রাজ্যগুলিকে স্বাস্থ্যবিধি মেনে চলার উপর জোর দিয়েছে। সেই সঙ্গে নতুন করে ঝুঁকি কমাতে প্রয়োজনীয় নমুনা পরীক্ষা বৃদ্ধির কথা বলা হয়েছে। এছাড়া, পরিস্থিতির উপর নজরদারি চালানোর পাশাপাশি রিপোর্ট মন্ত্রকের কাছে পাঠানোর জন্য নির্দেশ দেওয়া হয়েছে। ইতিমধ্যে দেশে অ্যাক্টিভ রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ হাজারের বেশি।
স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, JN.1-এর সংক্রমণ থেকে বাঁচতে হলে সবাইকে সতর্ক থাকতে হবে। মাস্ক পরা, সামাজিক দূরত্ব বজায় রাখা, হাত ধোয়া এবং টিকা নেওয়ার মতো স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। JN.1-এর প্রাথমিক উপসর্গগুলির মধ্যে রয়েছে হালকা জ্বর, কাশি, নাকের নিচের অংশে অস্বস্তি। এছাড়া, গলা ব্যথা, নাক দিয়ে জল পড়া, মুখের মধ্যে ব্যথা. মাথাব্যথার মতো উপসর্গগুলি দেখা দিতে পারে।
JN.1 ওমিক্রনের সাব-ভ্যারিয়েন্ট BA.2.86-এর বংশধর। গত সেপ্টেম্বর মাসে আমেরিকায় প্রথম JN.1-এর প্রভাব লক্ষ্য করা গিয়েছিল। ১৫ ডিসেম্বর চীনে নতুন করে করোনা সংক্রমণ বৃদ্ধির পিছনে JN.1-এর অবদান বেশি বলে অনুমান বিশেষজ্ঞদের। সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন অনুসারে BA.2.86-এর স্পাইক প্রোটিনে মোট ২০টি মিউটেশন রয়েছে। এটি উদ্বেগের কারণ হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
তথ্য সংগৃহীত – Tech infomatrix