---Advertisement---

বর্ধমানে শেষ হলো সাতদিন ব্যাপী চিত্রকল্পের ছবির মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

Souris Dey

Published

ফোকাস বেঙ্গল ডেস্ক,বর্ধমান: বর্ধমান শহরে শেষ হলো চিত্রকল্পের ছবির মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। ২৫ থেকে ৩১ ডিসেম্বর এই মেলায় প্রায় ৪০০ শিশু শিল্পীর আঁকা ছবি প্রদর্শিত হয় । ২৯ থেকে ৩১ ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান । উদ্বোধনী সংগীত পরিবেশন করেন মেহুলি রায় । আবৃত্তি পরিবেশন করেন ঈশায়ু চ্যাটার্জি, অহনা কার্ফা এবং বিশিষ্ট আবৃত্তি শিল্পী তরুণ বন্দ্যোপাধ্যায়। প্রথম দিন সংগীত পরিবেশন করেন বিশিষ্ট শিল্পী মনিকা ঠাকুর, দেবাশীষ বন্দ্যোপাধ্যায় এবং আরাত্রিকা ভট্টাচার্য

বিজ্ঞাপন

শেষ দিন ক্ষুদে চিত্রশিল্পীদের পুরস্কার বিতরণের পর হয় মন মাতানো সাংস্কৃতিক অনুষ্ঠান। এই অনুষ্ঠানে পৌরোহিত্য করেন শান্তিনিকেতন কলাভবনের অধ্যাপক বিশিষ্ট সেতার বাদক সব্যসাচী সরখেল । প্রধান অতিথি ছিলেন পূর্ব বর্ধমান জেলার তথ্য ও সংস্কৃতি আধিকারিক রাম শংকর মন্ডল। উপস্থিত ছিলেন বিশিষ্ট চিত্রকর সিদ্ধার্থ সেনগুপ্ত। অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন রাজশ্রী বন্দ্যোপাধ্যায়, শ্রীতমা বিশ্বাস সাহা, শর্মিষ্ঠা সামন্ত রায় এবং অমৃতা সরখেল। উচ্চাঙ্গ সংগীতে অমৃতা সরখেলের রাগ মূর্ছনা সকলকে মোহিত করে। এদিন অনবদ্য আবৃত্তি পরিবেশন করে আসর মাতিয়েছেন বিশিষ্ট শিল্পী মানব বন্দোপাধ্যায়।

অনুষ্ঠানের শেষ ভাগে সেতার পরিবেশন করেন সব্যসাচী সরখেল এবং ঈশিতা সরখেল। শেষে অনবদ্য দু-দুটি শ্রুতি নাটক পরিবেশন করে দর্শক শ্রোতাদের মোহিত করেছেন বিশিষ্ট সাংবাদিক রূপক মজুমদার এবং শাশ্বতী মজুমদার। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন শরৎচন্দ্র দাস। সামগ্রিকভাবে অনুষ্ঠানকে মনোগ্রাহী করে তোলার জন্য সকলকে ধন্যবাদ জানান সংস্থার কর্ণধার শ্যামল বরন সাহা।

See also  বর্ধমানে জাতীয় সড়কে দুর্ঘটনা, মৃত এক, আহত এক
শেয়ার করুন 🤝🏻

Join WhatsApp

Join Now
---Advertisement---