---Advertisement---

শুরু হচ্ছে বর্ধমান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব, চলবে ৪-৭ জানুয়ারি সংস্কৃতি লোকমঞ্চে

Souris Dey

Published

ফোকাস বেঙ্গল ডেস্ক,বর্ধমান: ২৫ তম বর্ধমান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের সূচনা হতে চলেছে ৪ জানুয়ারি। সংস্কৃতি লোকমঞ্চে এই উৎসব চলবে আগামী ৭ জানুয়ারি পর্যন্ত। উদ্বোধনী চলচিত্র হিসাবে দেখানো হবে অঞ্জন দত্তের ছবি ‘চালচিত্র এখন’। আরও একটি বাংলা ছবি থাকছে উৎসবে, সেটি হল ‘লক্ষীর পা’।

বিজ্ঞাপন

এবার একটি অসমীয়া ছবির পাশাপাশি দুটি বাংলাদেশের সিনেমাও দেখানো হবে। এছাড়াও ইজিপ্ট এবং জার্মান ছবিও থাকবে এবারের চলচ্চিত্র উৎসবে। বর্ধমান চলচিত্র চর্চা কেন্দ্রের সম্পাদক বাপ্পাদিত্য দাঁ বলেন, উৎসবের আমন্ত্রণপত্র আগের দিন বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সংস্কৃতি লোকমঞ্চের কাউন্টার থেকেই দেওয়া হবে।  পাশাপাশি, শহরের দুটি বুক স্টল থেকেও আমন্ত্রণপত্র পাওয়া যাচ্ছে।

See also  বর্ধমানে প্রতিভা আছে, নেই উপযুক্ত পরিকাঠামো, পিছিয়ে পড়ছে জেলার ব্যাডমিন্টন খেলোয়াড়রা, সাইকে চিঠি
শেয়ার করুন 🤝🏻

Join WhatsApp

Join Now
---Advertisement---