---Advertisement---

ভাতার থেকে ভোজ্যতেলের লরি হাইজ্যাক, তদন্তে নেমে ২৪ঘন্টার মধ্যে পুলিশ ঝাড়খন্ড থেকে উদ্ধার করল লরি

Souris Dey

Published

ফোকাস বেঙ্গল ডেস্ক,ভাতার: ভোজ্যতেল বোঝাই আস্ত একটা লরি কে ভাতার থানার দেবীপুর বাজার থেকে হাইজ্যাক করে নিয়ে পালিয়ে যাবার ২৪ঘন্টার মধ্যে ভাতার থানার পুলিশ তদন্তে নেমে ঝাড়খণ্ডের দুমকা থেকে সেই গাড়ি উদ্ধার করলো। গ্রেফতার করা হয়েছে লরিটির খালাসি রাজীব রানা কে। পুলিশ জানিয়েছে, ধৃতের বাড়ি দুমকা জেলায়।

বিজ্ঞাপন

পুলিশ সূত্রে জানা গেছে, চলতি মাসের ১২ তারিখ বিকেলবেলায় ভাতারের দেবপুর বাসস্ট্যান্ড থেকে একটি ভোজ্যতেল বোঝাই লরি হাইজ্যাক হয়ে যায়। এই ব্যাপারে গাড়িটির চালক করমজিৎ সিং ওইদিনই ভাতার থানায় অভিযোগ জানায়। পুলিশ তদন্তে নেমে জানতে পারে গাড়িটির হেল্পার পলাতক। এরপর বিষয়টি নিয়ে সন্দেহ হাওয়ায় খালাসি রাজীব রানা কে আটক করে পুলিশ। 

তাকে জিজ্ঞাসাবাদ করার সূত্র ধরে ভাতার থানার পুলিশের একটি টিম পরের দিন ঝাড়খণ্ডের দুমকা জেলায় যায়। সেখানে একটি ফাঁকা জায়গায় এই লরিটি পড়েছিল। গাড়ির মধ্যে ভোজ্যতেল বোঝাই ছিল। গাড়িটিকে উদ্ধার করে শনিবার ভাতার থানায় নিয়ে আসে পুলিশ। হাইজ্যাকিং এই চক্রের সঙ্গে আর কারা যুক্ত আছে তা খুঁজে বের করতে ইতিমধ্যে পুলিশ জোর তদন্ত শুরু করেছে।
See also  বর্ধমানে এবার খোদ সরকারি আবাসনের তিনটি বন্ধ ফ্ল্যাটে চুরি, শহরের নিরাপত্তা নিয়েই উঠছে প্রশ্ন, আতঙ্ক
শেয়ার করুন 🤝🏻

Join WhatsApp

Join Now
---Advertisement---