---Advertisement---

বর্ধমানে অমানবিক দৃশ্য, রেলস্টেশন চত্বরেই তিনঘন্টা পড়ে রইল মৃতদেহ, উদ্ধার করল বর্ধমান থানার পুলিশ

Souris Dey

Published

ফোকাস বেঙ্গল ডেস্ক,বর্ধমান: রাস্তার কোন সারমেয় কিংবা মার্জারের দেহ নয়, রীতিমত একজন মানুষের মৃতদেহ। তাও ঘণ্টার পর ঘন্টা জনবহুল রাস্তার পাশেই মৃতদেহটি পড়ে রইল সকলের চোখের সামনেই। যদিও দেখেও না দেখার বাহানায় এড়িয়ে চলে গেলেন প্রায় সকলে। অমানবিক এই ঘটনাটি ঘটেছে খোদ বর্ধমান শহরের রেল স্টেশন চত্বরের মধ্যে এসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার ও সিনিয়র সেকশন ইঞ্জিনিয়ার এর অফিস গেটের সামনে।

বিজ্ঞাপন

জানা গেছে, প্রায় দুপুর ১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত অজ্ঞাত পরিচয় এক পুরুষ মানুষের মৃতদেহ পড়ে থাকলেও রেল কর্তৃপক্ষের তরফ থেকে দেহ টিকে উদ্ধার করার কোন ব্যবস্থা নেওয়া হয়নি। এমনকি জিআরপি কিংবা আরপিএফ এর পক্ষ থেকেও এব্যাপারে কোন উদ্যোগ দেখা যায়নি বলেই স্থানীয় প্রত্যক্ষদর্শী দের অনেকেই জানিয়েছেন। শেষে বর্ধমান থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহটি কে উদ্ধার করে ময়না তদন্তের জন্য বর্ধমান মেডিক্যালের মর্গে পাঠিয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বর্ধমান রেলস্টেশন থেকে রেলওয়ে ইনস্টিটিউটের দিকে যাবার রাস্তার ধারেই রয়েছে রেলের ইঞ্জিনিয়ারিং বিভাগের অফিস। বৃহস্পতিবার দুপুর একটা নাগাদ এক ভবঘুরে কে অফিসের গেটের সামনে বসে থাকতে দেখেন অনেকে। তার কিছুক্ষণ পরেই নাকি সেই ব্যক্তি মারা যায়। বিকাল সাড়ে চারটে পর্যন্ত ওই রাস্তা ধারেই পড়ে থাকে মৃতদেহটি। ওই রাস্তা দিয়ে যাতায়াতকারী সকলের চোখে ঘটনাটি পড়লেও শেষ প্রায় তিন ঘণ্টা পর বর্ধমান থানার পুলিশ পৌঁছে দেহটি উদ্ধার করে নিয়ে যায়।

See also  বর্ধমান ওয়েভের পক্ষ থেকে ফার্স্ট এইড বক্স, স্ট্রেচার ও কিট তুলে দেওয়া হল জেলা পুলিশের হাতে
শেয়ার করুন 🤝🏻

Join WhatsApp

Join Now
---Advertisement---