---Advertisement---

ডাকাত সন্দেহে আগেয়াস্ত্র সহ বর্ধমান থানার পুলিশের হাতে গ্রেপ্তার ৫ দুষ্কৃতী

Souris Dey

Published

ফোকাস বেঙ্গল ডেস্ক,বর্ধমান: ডাকাত সন্দেহে আগেয়াস্ত্র সহ ৫ জনকে গ্রেপ্তার করল বর্ধমান থানার পুলিশ। ধৃতদের শনিবার বর্ধমান আদালতে তোলা হয়। তাদের কাছ থেকে একটি ওয়ান-শর্টার বন্দুক ও একটি গুলি উদ্ধার হয়। এছাড়াও তাদের কাছ থেকে লোহার রড, লাঠিও উদ্ধার করে পুলিশ। ধৃতরা হল সুনীল সাউ, বাড়ি জোতরাম এবং মীর আকিব, শেখ জাকির হোসেন, বিবেক দাস, খোকন দাস এরা সকলেই বর্ধমানের বাজেপ্রতাপপুর এলাকার বাসিন্দা।

বিজ্ঞাপন

পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার গভীর রাতে বর্ধমান শহরের আঞ্জিরবাগান এলাকায় ১৯ নম্বর জাতীয় সড়কে ডাকাতির উদ্যেশে বেশ কয়েকজন জড়ো হয়। বর্ধমান থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে ঘটনাস্থলে গেলে তাদের মধ্যে তিনজন পালিয়ে যায়। বাকি ৫ জনকে পুলিশ গ্রেপ্তার করে। তাদের কাছ থেকে একটি গুলি ও ওয়ান-শর্টার বন্দুক উদ্ধার হয়।

See also  গলসির হোটেলে মধুচক্র, পুলিশের জালে দুই যুবক সহ চার যুবতী
শেয়ার করুন 🤝🏻

Join WhatsApp

Join Now
---Advertisement---