---Advertisement---

স্বামীর হাতে শশুর খুন, অভিযোগ মৃতের মেয়ের

Souris Dey

Published

ফোকাস বেঙ্গল ডেস্ক,মন্তেশ্বর: বুধবার সাত সকালে মন্তেশ্বর থানার নবদ্বীপ-বর্ধমান রোডের পাশে দীর্ঘনগর এলাকায় নিজের দোকানের বারান্দায় এক ব্যক্তির রক্তাক্ত মৃতদেহ উদ্ধারকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়াল। মৃতের পরিবারের অভিযোগ ওই ব্যক্তিকে খুন করা হয়েছে। মৃত ব্যক্তির নাম নূর আলম মিদ্দে (৬৭)। ঘটনার খবর পেয়ে পৌঁছায় মন্তেশ্বর থানার পুলিশ। পুলিশের 

বিজ্ঞাপন
প্রাথমিক অনুমান ভারী কোনো বস্তু দিয়ে ওই ব্যক্তির মুখে এবং মাথায় আঘাত করা হয়েছিল। 
মৃতের মেয়ে সুরবালি খাতুনের অভিযোগ, তাঁর বাবাকে খুনের পিছনে রয়েছে তার স্বামী, শ্বশুর, শাশুড়ি। সুরবালি খাতুনের দাবি জোরপূর্বক তার বাবার থেকে তাঁর স্বামী সমস্ত জমি জায়গা সম্পত্তি সব লিখিয়ে নেয়। পরে তাঁর স্বামী জানতে পারে তার নামে জমি জায়গাগুলি রেকর্ড হয়নি, আর সেই কারণেই গতকাল সন্ধ্যায় তাঁর বাবাকে ফোন করে হুমকিও দেয় সে। 
গতকাল রাতে বাড়ি ফিরে তার বাবা সমস্ত ঘটনা জানিয়েছিলেন। এরপরই এদিন সকালে বাবার মৃতদেহ উদ্ধার হয়। বাবাকে খুন করেছে তাঁর স্বামী নসরত শেখ এমনই অভিযোগ সুরবালির। পরিস্থিতি নিয়ন্ত্রণে মন্তেশ্বর থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছেছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
See also  করোনা ভাইরাস প্রতিরোধী বিশেষ মাস্ক আবিষ্কার মেমারীর দিগন্তিকার, বিজ্ঞানী মহলে হৈ চৈ
শেয়ার করুন 🤝🏻

Join WhatsApp

Join Now
---Advertisement---