---Advertisement---

মঙ্গলকোটে তৃণমূলের অঞ্চল সভাপতিকে গুলি করে খুন, অভিযোগের তির বিজেপির দিকে, তীব্র চাঞ্চল্য

Souris Dey

Published

ফোকাস বেঙ্গল ডেস্ক,মঙ্গলকোট: দুষ্কৃতীদের গুলিতে মঙ্গলকোটের লাকুরিয়া অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি খুন। এলাকায় ব্যাপক উত্তেজনা। জানা গেছে,

বিজ্ঞাপন
প্রতিদিনের মত সোমবারও কাশেম নগর বাজার থেকে মোটরসাইকেল চালিয়ে একাই বাড়ি ফিরছিলেন সিউর গ্রামে লাকুরিয়া অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি অসীম দাস। 
অভিযোগ সেই সময় কেউ দাদা বলে ডেকে মোটরসাইকেল দাঁড় করান। এরপর খুব কাছ থেকে দুষ্কৃতী গুলি করে খুন করে অসীম দাস কে। স্থানীয়রা তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে মঙ্গলকোট ব্লক হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।
খবর পেয়ে ঘটনাস্থলে আসে মঙ্গলকোট বিধানসভার বিধায়ক অপূর্ব চৌধুরী সহ তৃণমূল নেতৃত্ব।
বিধায়কের অভিযোগ, বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের হাতে খুন হয়েছেন তাঁর অঞ্চল সভাপতি অসীম দাস। এই ঘটনায় এলাকায় চরম উত্তেজনা ছড়িয়েছে। ঘটনাস্থলে বিশাল পুলিশবাহিনী মোতায়েন করা হয়েছে মঙ্গলকোট থানার।
See also  বর্ধমান স্টেশনের জলের ট্যাঙ্ক ভেঙে বিপর্যয়ে মৃতের সংখ্যা বেড়ে হল চার
শেয়ার করুন 🤝🏻

Join WhatsApp

Join Now
---Advertisement---