---Advertisement---

জামালপুরে লরির ধাক্কায় টোটো উল্টে দুর্ঘটনার কবলে মাধ্যমিক পরীক্ষার্থী, আটক লরি

Souris Dey

Published

ফোকাস বেঙ্গল ডেস্ক,জামালপুর: টোটোয় করে পরীক্ষা দিতে যাবার পথে দুর্ঘটনার কবলে পড়ল মাধ্যমিক পরীক্ষার্থী। লরির ধাক্কায় টোটো উল্টে গিয়ে আহত হয়েছে একজন ছাত্রী। ছাত্রীর সঙ্গে থাকা তার মায়েরও চোট লেগেছে। দুর্ঘটনাটি ঘটেছে শুক্রবার সকাল ৯টা ১০নাগাদ জামালপুরের পুলমাথা পেরিয়ে মিলের কাছে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, মাধ্যমিক পরীক্ষার জন্য রাস্তায় নো এন্ট্রি করে রেখেছে পুলিশ। যাতে পরীক্ষা শুরুর আগে থেকে শেষ হওয়া পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে। তাসত্বেও এদিন একটি লরি কোনভাবে মেমারি তারকেশ্বর রাস্তায় চলে আসে। তখনই ঘটে যায় বিপত্তি।

বিজ্ঞাপন

জানা গেছে, এদিন ছিল জীবন বিজ্ঞান পরীক্ষা। জামালপুর গার্লস স্কুলের এক ছাত্রী টোটোয় চেপে পরীক্ষা দিতে যাচ্ছিল সেলিমাবাদ হাই স্কুলে। পুলমাথা পেরিয়ে গিয়ে মিলের কাছে একটি লরির সাথে সংঘর্ষ হয় টোটোটির। টোটো টি উল্টে গিয়ে আহত হয় ছাত্রী। তার পায়ে চোট লাগে। সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে উপস্থিত হয় জামালপুর থানার পুলিশ।

ছাত্রীটিকে দ্রুত পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দিয়ে জামালপুর ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র থেকে চিকিৎসক কে নিয়ে পরীক্ষা কেন্দ্র নিয়ে আসে পুলিশ। চিকিৎসক ছাত্রীটিকে প্রাথমিক চিকিৎসা করে দেখেন। আঘাত গুরুতর না হওয়ায় ছাত্রীটি পরীক্ষায় বসেছে বলে খবর। পুলিশ লরিটিকে আটক করেছে। কিভাবে নো এন্ট্রির মধ্যেই রাস্তায় লরি চলে এলো তার তদন্ত শুরু করেছে পুলিশ।

See also  আধার কার্ডে ৭০ঊর্দ্ধ মহিলা হয়ে গেলেন পুরুষ! দপ্তরের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবার পথে পরিবার
শেয়ার করুন 🤝🏻

Join WhatsApp

Join Now
---Advertisement---