---Advertisement---

নেশাগ্রস্থ ছেলের অত্যাচার সহ্য করতে না পেরে বাবার হাতে খুন ছেলে, গ্রেপ্তার বাবা

Souris Dey

Published

ফোকাস বেঙ্গল ডেস্ক, মন্তেশ্বর: পূর্ব বর্ধমানের মন্তেশ্বর থানার অন্তর্গত ভাগরা মূলগ্রাম পঞ্চায়েতের মূলগ্রাম এলাকায় নেশাগ্রস্ত ছেলের অত্যাচার সহ্য না করতে পেরে ছেলেকে হাতুড়ি এবং নড়া দিয়ে থেঁতলে খুন করল বাবা। ঘটনার জেরে অভিযুক্ত নূরনবী শেখকে পুলিশ গ্রেপ্তার করেছে। শনিবার দুপুর তিনটে নাগাদ ধৃতকে তোলা হয় কালনা আদালতে। জানা গিয়েছে ছেলে নূর ইসলাম শেখ(২৩) বেশ কিছুদিন যাবৎ নেশাগ্রস্ত হয়ে বাড়ি এসে মা-বাবার উপর অত্যাচার চালাতো। সেই অত্যাচার গতকাল রাতে চরম সীমায় পৌঁছায়।

বিজ্ঞাপন

আর তখনই ছেলের সাথে বচসার জেরে ছেলেকে নড়া এবং হাতুড়ি দিয়ে মাথা এবং শরীরে একাধিক জায়গায় আঘাত করে খুন করে বাবা বলে অভিযোগ। এরপরে আজ শনিবার সকালে বাড়ি থেকে ছেলের রক্তাক্ত মৃতদেহ উদ্ধার হয়।  ময়না তদন্তের জন্য মন্তেশ্বর থানার পুলিশ বর্ধমান মেডিকেল কলেজ হসপিটালে পাঠায় দেহটি। কালনা মহকুমা আদালতের বিচারক ধৃত ব্যক্তিকে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন।

See also  বিধায়কের অভিযোগে এবার আটক আইসির গাড়ির চালক, অভিযোগ বালির গাড়ি থেকে তোলাবাজির
শেয়ার করুন 🤝🏻

Join WhatsApp

Join Now
---Advertisement---