---Advertisement---

ভাতারের নতুনগ্রামে ভয়াবহ দুর্ঘটনার কবলে যাত্রীবাহী বাস, আহত বহু

Souris Dey

Published

ফোকাস বেঙ্গল ডেস্ক,ভাতার: নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা সেচ্খালের কালভার্টে ধাক্কা মেরে নয়ানযুলিতে উল্টে গেল যাত্রী বোঝাই বাস। মঙ্গলবার অধিক রাতে ভয়াবহ দুর্ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের ভাতার থানার নতুনগ্রামের কাছে। বর্ধমান থেকে বহরমপুর যাবার পথে এই দুর্ঘটনার কবলে পড়ে বাসটি। স্থানীয় ও পুলিশ সূত্রে জানতে পারা গেছে বাসটিতে প্রায় ৫০জনের কাছাকাছি যাত্রী ছিলো। দুর্ঘটনায় বাসের প্রায় ২৪জন যাত্রী কমবেশি আহত হয়েছেন। তাদের মধ্যে দুজন মহিলা সহ আরো তিনজনের আঘাত গুরুতর বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

বিজ্ঞাপন

আহতদের প্রথমে ভাতার হাসপাতালে নিয়ে যাওয়া হলেও কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চিকিৎসক তাদের বর্ধমান মেডিক্যালে নিয়ে যাওয়ার পরামর্শ দেন। দুর্ঘটনার পরই ভাতার থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে ভাতার, বর্ধমান, মঙ্গলকোট থানার পুলিশও ঘটনাস্থলে পৌঁছে যায়। দুর্ঘটনার পর স্থানীয়রাই প্রথমে উদ্ধার কাজে হাত লাগায়। পড়ে পুলিশ পৌঁছে আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যায়। এদিকে রাতের অন্ধকারে বাস দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়তেই আশপাশের বহু মানুষ ছুটে আসেন দুর্ঘটনাগ্রস্থ যাত্রীদের উদ্ধারের জন্য। এই ঘটনায় নতুনগ্রাম এলাকায় ব্যাপক আলোড়ন পড়েছে।

See also  গলসি তে জাতীয় সড়কের গার্ডওয়াল ভেঙে মোটর সাইকেলে ধাক্কা, আশঙ্কাজনক আরোহী
শেয়ার করুন 🤝🏻

Join WhatsApp

Join Now
---Advertisement---