চুরির ৬ঘণ্টার মধ্যেই উদ্ধার গাড়ি, গুসকরা পুলিশের জালে চালক সহ আরো এক অভিযুক্ত

Souris  Dey

Souris Dey

ফোকাস বেঙ্গল ডেস্ক, গুসকরা: সাত সকালে আস্ত একটা পিক ভ্যান উধাও হয়ে যাওয়ার ঘটনায় চাঞ্চল্য ছড়ায় গুসকরা স্টেশন রোডের কাছে শিরীষতলা এলাকায়। যদিও মঙ্গলবার সকাল সাড়ে ছ’টা নাগাদ গাড়ি উধাও হয়ে যাওয়ার বিষয়ে গুসকরা পুলিশের কাছে খবর আসতেই পুলিশ মাঠে নেমে পড়ে গাড়ি উদ্ধারে। সোর্স ইনফরমেশন এবং সিসি ক্যামেরার ফুটেজ অনুসন্ধান করে তদন্ত শুরু করে। আর তারপর মাত্র ৬ঘণ্টার মধ্যেই গাড়ি সহ অভিযুক্ত দু জনকে গ্রেপ্তার করার পাশাপাশি চুরি যাওয়া একটি বলেরো পিক ভ্যান উদ্ধার করে। ধৃতদের একজনের বাড়ি গুসকরার ১২নম্বর ওয়ার্ডের নতুনপল্লি এলাকায়। নাম রানা শেখ। ওপর অভিযুক্তের নাম মনিরুল শেখ। তার বাড়ি মঙ্গলকোট পঞ্চায়েতের কাছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।

বিজ্ঞাপন

পুলিশ সূত্রে জানা গেছে, এদিন সকাল ৬.৩০ টা নাগাদ শিরীষতলা, গুসকরা স্টেশন রোড থেকে একটি বোলেরো পিক আপ গাড়ি চুরি গেছে বলে খবর আসে। ঘটনাটি পুলিশের গোচরে আসতেই পূর্ব বর্ধমান জেলা পুলিশ অতি তৎপরতার সঙ্গে তদন্তে নেমে পড়ে। পার্শ্ববর্তী সব থানাকে ঘটনার বিষয়ে জানিয়ে দেওয়া হয়। জেলা জুড়ে পুলিশি সতর্কতা জারি করা হয়। এরপরই দুপুর ১টা নাগাদ গাড়িটিকে নদীপট্টি হয়ে মঙ্গলকোটের দিকে যেতে দেখা যায়। মঙ্গলকোট থানা ও গুসকরা ফাঁড়ির যৌথ উদ্যোগে গাড়িটিকে শনাক্ত করা হয়। গাড়িটি মঙ্গলকোট থানার অন্তর্গত মল্লিকপাড়া থেকে উদ্ধার করে পুলিশ। ঘটনার সঙ্গে জড়িত দুই অভিযুক্ত কে গ্রেফতার করা হয়। ধৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার পাশাপাশি তাদের গ্রেপ্তার করা হয়। বুধবার ধৃতদের বর্ধমান আদালতে পেশ করা হবে বলে পুলিশ জানিয়েছে। 

আরো পড়ুন