---Advertisement---

প্রার্থী ঘোষণার ২৪ঘণ্টার মধ্যেই ময়দানে কীর্তি আজাদ

Souris Dey

Published

ফোকাস বেঙ্গল ডেস্ক,বর্ধমান: প্রার্থী ঘোষণার ২৪ঘণ্টার মধ্যেই রীতিমত ময়দানে নেমে পড়লেন বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী তথা প্রাক্তন ভারতীয় ক্রিকেটার কীর্তি আজাদ। সোমবার সকালে দুর্গাপুর থেকে বর্ধমানে আসেন তিনি। বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস সহ বর্ধমান পুরসভার একাধিক কাউন্সিলর ও দলের কর্মীদের নিয়ে প্রার্থী সোজা চলে যান বর্ধমানের অধিষ্ঠাত্রী দেবী সর্বমঙ্গলা মন্দিরে পুজো দিতে। পুজো শেষ করে মন্দির থেকে বেরিয়ে কীর্তি আজাদ নিজের প্রচারের জন্য দেওয়াল লেখেন। এরপরই সদলবলে পৌঁছে যান রাধারাণী স্টেডিয়ামে।

বিজ্ঞাপন

সেখানে ক্ষুদে খেলোয়াড় দের সঙ্গে ব্যাট হাতে নেমে পড়েন মাঠে। সেখানে ডিউজ বলে চারটি বলে ব্যাট করে তিনি বুঝিয়ে দেন এখনও ভালই ফর্মে আছেন তিনি। তবে একজন প্রাক্তন জাতীয় খেলোয়াড় হিসেবে বর্তমান প্রজন্মের খেলোয়াড়দের প্রতি তাঁর পরামর্শ, খাওয়া দাওয়ার প্রতি সচেতন হতে হবে। বাইরের ফাস্ট ফুড, জাঙ্ক ফুড এড়িয়ে চলতে হবে। নিয়মিত শরীর চর্চা করতে হবে। জীবনে শৃংখলা রাখতে হবে। তিনি আরো জানান, এই কেন্দ্র থেকে জিতলে খেলাধুলার মান উন্নয়নে বেশ কিছু পদক্ষেপ নেওয়া হবে।

See also  ঘরে বাইরে শত্রু, চিন্তা বাড়ছে তৃণমূল প্রার্থীদের, সহজ হবেনা লড়াই মানছেন সকলেই
শেয়ার করুন 🤝🏻

Join WhatsApp

Join Now
---Advertisement---