---Advertisement---

সন্তান জন্ম দিতে না পারায় স্বামীর অত্যাচারের বিরুদ্ধে থানায় অভিযোগ স্ত্রীর

Souris Dey

Published

ফোকাস বেঙ্গল ডেস্ক,ভাতার: দীর্ঘ কুড়ি বছর সংসার করার পরও সন্তান জন্ম দিতে না পারার অভিযোগে স্বামীর অত্যাচারে অতিষ্ঠ হয়ে ভাতার থানার দ্বারস্থ হলেন ভাতারের শ্রীপুর গ্রামের বাসিন্দা পূর্ণিমা মাঝি নামে এক গৃহবধূ। 

বিজ্ঞাপন
জানা গেছে, পূর্ণিমা মাঝির সঙ্গে ভাতারের কুমারন গ্রামের বাসিন্দা তাপস মাঝির বছর কুড়ি আগে বিবাহ হয়। পূর্ণিমা দেবীর অভিযোগ, বিবাহের পর থেকে তাঁর ওপর শারীরিক ও মানসিক অত্যাচার চালাচ্ছে তাঁর স্বামী। সন্তান জন্ম দিতে না পারায় স্বামীর অত্যাচার দিন দিন বেড়েই চলেছে। স্বামীর অত্যাচারের কারণে গত একমাস যাবত তিনি বাবার বাড়িতেই আছেন। এমনকি তাঁর কোন খোঁজখবরও নিচ্ছে না তাঁর স্বামী বলেও অভিযোগ। 
পূর্ণিমা মাঝি অভিযোগ করেছেন, ফোন করলেই অশ্রাব্য ভাষায় তাঁকে গালিগালাজ করেন তাঁর স্বামী। এমনকি গ্রামের এক মহিলার সঙ্গে তার স্বামীর অবৈধ সম্পর্ক রয়েছে বলেও তিনি অভিযোগ করেছেন। আর এই অন্যায়ের বিচারের আশায় তিনি ভাতার থানায়  লিখিত অভিযোগ জানিয়েছেন। পুলিশ সূত্রে খবর, অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে দেখা হবে।
See also  বর্ধমান জেলার প্রতিটি ব্লকেই তৈরী হচ্ছে দমকল কেন্দ্র, চলছে জমি খোঁজার কাজ
শেয়ার করুন 🤝🏻

Join WhatsApp

Join Now
---Advertisement---