---Advertisement---

গলসীর গ্রামে আদিবাসী মহিলাকে ধর্ষণের অভিযোগ, আটক এক

Souris Dey

Published

ফোকাস বেঙ্গল ডেস্ক,গলসী: বিয়ে বাড়ি থেকে বাড়ি ফেরার সময় তুলে নিয়ে গিয়ে এক মাঝ বয়সী আদিবাসী মহিলাকে ধর্ষণের অভিযোগে ব্যাপক উত্তেজনা তৈরি হল গলসী থানার সাঁকো ডাঙ্গাপাড়া এলাকায়। ঘটনাটি গতকাল রাত প্রায় ১টা ৩০মিনিট নাগাদ ঘটেছে বলে প্রাথমিক ভাবে জানা গেছে। ওই মহিলার এক পুত্র ও কন্যা রয়েছে। 

বিজ্ঞাপন
অভিযোগ, প্রায় দু বছর ধরে গ্রামেরই উত্তম বাউড়ি নামে এক ব্যক্তি ওই মহিলাকে উত্যক্ত করতো। বৃহস্পতিবার রাতে গ্রামের অন্য পাড়ায় একটি বিয়ে বাড়ি থেকে বাড়ি ফিরছিলেন। অভিযোগ সেই সময় রাস্তা থেকে তুলে নিয়ে গিয়ে পাশেই একটি মোবাইল টাওয়ারের নিচে চারজন মিলে ধর্ষণ করে ফেলে রেখে চলে যায়। আজ ভোরে ওই মহিলা কোনরকমে বাড়ি ফিরে পরিবারে এবং গলসী থানায় ঘটনার কথা জানায়। 
এরপর পুলিশ ঘটনাস্থলে এসে তদন্ত শুরু করেছে। ঘটনায় জড়িত সন্দেহে উত্তম বাউড়ি কে আটক করেছে পুলিশ। ডিএসপি হেডকোয়ার্টার সৌভিক পাত্র জানিয়েছেন, ইতিমধ্যে নির্যাতিতা মহিলা থানায় অভিযোগ জানিয়েছেন। তারই ভিত্তিতে পুলিশ একজনকে আটক করেছে। তদন্ত শুরু হয়েছে। যারা এই ঘটনায় যুক্ত প্রত্যেককে ধরা হবে।
See also  তালিতে বোমা উদ্ধার, বর্ধমানে বোমা ফেটে জখম, পুলিশের অতি সক্রিয়তা আসলে আই ওয়াশ - বক্তব্য বিজেপি নেতার
শেয়ার করুন 🤝🏻

Join WhatsApp

Join Now
---Advertisement---