তীব্র দহন, বর্ধমানে এবার রাত পর্যন্ত স্কুল চালানোর প্রস্তাব

Souris  Dey

Souris Dey

ফোকাস বেঙ্গল ডেস্ক,বর্ধমান: দিনে তাপমাত্রার পারদ ৪২ থেকে ৪৫ ডিগ্রির মধ্যে ওঠানামা করছে। সঙ্গে গরম হওয়ার দাপট। স্বাভাবিকভাবেই বেশ কয়েকদিন ধরেই শহর বর্ধমানের জনজীবন কার্যত অসহনীয় অবস্থায় পৌঁছেছে। উপায় নেই, কিন্তু বেরোতেই হবে – এমন বহু মানুষকেই রাস্তা ঘাটে দেখা যাচ্ছে শরীর ঢেকে, রোদ চশমা পরে চলাফেরা করতে। অসহনীয় পরিস্থিতির মুখে পড়তে হচ্ছে স্কুল পড়ুয়াদেরও। আর আবহাওয়ার বর্তমান এই অবস্থার কথা চিন্তা করে এবার বর্ধমান শহরের একটি ইংরেজি মাধ্যম স্কুল কর্তৃপক্ষ অভিনব উদ্যোগ গ্রহণ করতে চলেছে।

বিজ্ঞাপন

সকালের স্বাভাবিক স্কুল টাইম পরিবর্তন করে সেটাই বিকেল থেকে রাত সাড়ে ১০টা বা ১১টা পর্যন্ত চালানোর প্রস্তাব রাখা হয়েছে। এব্যাপারে স্কুলের সমস্ত পড়ুয়ার অভিভাবক দের উদ্দেশ্যে মতামত চেয়ে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। স্কুলের প্রিন্সিপ্যাল ফাদার ডাঃ মারিয়া জোসেফ সাভারিয়াপ্পান এসজে বিজ্ঞপ্তিতে স্কুলের স্টাফ, শিক্ষার্থী, অভিভাবক ও অভিভাবকদের উদ্দেশ্যে আবেদনে জানিয়েছেন, ‘গত দু বছরে আমরা আবহাওয়ার ব্যাপক পরিবর্তন দেখেছি। এপ্রিল, মে, জুন এবং জুলাই মাস পর্যন্ত তীব্র গমরের প্রকোপ চলতে থাকে। দুর্ভাগ্যবশত, এবারও সেই অবস্থার কোন পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে না। ফলে পড়ুয়াদের স্বাস্থ্যের কথা চিন্তা করে কয়েকটি প্রস্তাব রাখা হয়েছে –  

অতিরিক্ত গরমের কারণে ছুটি দেওয়া স্থায়ী সমাধান নাও হতে পারে। স্কুলের সময় কমানো আমাদের শিক্ষার্থীদের পূর্ণাঙ্গ স্কুল জীবন কাটাতে সাহায্য করছে না। অনলাইন ক্লাস পরিচালনা করাও সেরা বিকল্প নয়, কারণ এটি COVID সময়ে আমাদের বাচ্চাদের উপর ক্ষতিকর প্রভাব ফেলেছে। অতএব, আমি নিম্নলিখিত সুপারিশ করছি। আবেদনে উল্লেখ করা হয়েছে, উপরে উল্লিখিত মাসগুলিতে বিকেল সাড়ে ৫ টা থেকে রাত সাড়ে ১০টা / এগারোটা পর্যন্ত ক্লাস করা হলে কেমন হবে? অনুগ্রহ করে আপনারা  লিখিতভাবে আপনাদের পরামর্শ পাঠান, পড়ুয়ার তাদের নিজ নিজ শ্রেণি শিক্ষকদের কাছে সেই পরামর্শ প্রস্তাব জমা দেবেন।

আমরা আপনার / আপনাদের পরামর্শগুলি বিবেচনা করবো এবং তারপরে আমরা আমাদের ছাত্র, স্টাফ এবং সমস্ত স্টেকহোল্ডারদের সঙ্গে আলোচনা সাপেক্ষে সর্বোত্তম একটি সিদ্ধান্ত গ্রহণ করবো। স্বাভাবিকভাবেই দিনের পরিবর্তে রাতে স্কুল হলে নিরাপত্তাজনিত নানান সমস্যার প্রসঙ্গও উঠে আসছে অভিভাবকদের একাংশের মধ্যে থেকে। স্কুল সূত্রে জানা গেছে, ইতিমধ্যেই অভিভাবকদের পক্ষ থেকে বহু প্রস্তাব জমা পড়তে শুরু হয়েছে। খুব শীঘ্রই সন্ধ্যা থেকে রাত পর্যন্ত স্কুল চালানো ন্যায়সঙ্গত হবে কিনা তার সিদ্ধান্ত জানানো হবে।

আরো পড়ুন