৩০ এপ্রিল থেকে ৬ মে, বর্ধমানে প্রচারে আসছেন মোদী, মমতা, অমিত শাহ, অভিষেক

Souris  Dey

Souris Dey

ফোকাস বেঙ্গল ডেস্ক, পূর্ব বর্ধমান: রাজ্যে চতুর্থ দফার নির্বাচন ১৩মে। ওইদিন বর্ধমান পূর্ব ও বর্ধমান-দুর্গাপুর এই দুটি আসনেরও ভোট রয়েছে। ইতিমধ্যেই গোটা রাজ্যের নিরিখে এই দুই কেন্দ্রের তৃণমূল ও বিজেপি প্রার্থীদের লড়াই কার্যত চর্চার বিষয় হয়ে উঠেছে। বর্ধমান-দুর্গাপুর কেন্দ্রে এবার বিজেপির হয়ে প্রার্থী হয়েছেন মেদনিপুরের সাংসদ তথা বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। অন্যদিকে তৃণমূল কংগ্রেসের হয়ে এই কেন্দ্র থেকে ভোটে দাঁড়িয়েছেন ভারতীয় দলের প্রাক্তন ক্রিকেট খেলোয়াড় কীর্তি আজাদ। স্বাভাবিকভাবেই এই কেন্দ্রের লড়াই ইতিমধ্যেই বেশ জমে উঠেছে। কেউ কাউকে এক ইঞ্চি জমি ছাড়তে নারাজ। প্রায় প্রতিদিনই প্রচারে ঝড় তুলছেন দুই যুযুধান প্রার্থী।

বিজ্ঞাপন

অন্যদিকে বর্ধমান পূর্ব কেন্দ্র থেকে এবার বিজেপির হয়ে লড়াই করছেন কবিয়াল অসীম সরকার। তৃণমূল কংগ্রেসের হয়ে প্রার্থী হয়েছেন কলকাতা ন্যাশনাল মেডিক্যাল কলেজের এসোসিয়েট প্রফেসর শর্মিলা সরকার। ফলে এই কেন্দ্রেও শাসক বিরোধী লড়াই তুঙ্গে। প্রতিদিনই লোকসভা কেন্দ্রের বিভিন্ন এলাকায় জোর কদমে চলছে দুই প্রার্থীর প্রচার অভিযান। আর এবার এই প্রচারের মাত্রা চরমে তুলতে চলতি মাসের ৩০ তারিখ থেকে আগামী মাসের ৬ তারিখ পর্যন্ত পূর্ব বর্ধমান জেলা জুড়ে ভারতীয় জনতা পার্টি ও রাজ্যের শাসক শিবিরের তাবর নেতা মন্ত্রীরা আসছেন প্রচারে। তাদের মধ্যে উল্লেখযোগ্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শা, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় ও তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দোপাধ্যায়। 

৩০ এপ্রিল মেমারি থানার রসুলপুর বিষ্ণুপুর যুব সংঘ পাঠাগার ময়দানে জনসভা করতে আসছেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শা। মে মাসের ২তারিখ বর্ধমান শহরে দলীয় কর্মীদের সঙ্গে ইনডোর মিটিং এ মিলিত হবেন অভিষেক বন্দোপাধ্যায়। ওইদিনই অর্থাৎ ২ মে মেমারির গন্তার ফুটবল মাঠে জনসভা করবেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দোপাধ্যায়। পরের দিন অর্থাৎ ৩ মে নাদনঘাট থানার সমুদ্রগড় হাই স্কুল মাঠে জনসভায় যোগ দেবেন মমতা বন্দোপাধ্যায়। ওইদিনই মাধবডিহি থানার মনসাডাঙ্গা ফুটবল মাঠে একটি জনসভায় উপস্থিত হবেন মুখ্যমন্ত্রী। যদিও মুখ্যমন্ত্রীর জোড়া সভার দিনেই জেলায় খোদ বর্ধমান শহরের গোদা বালির মাঠে জনসভা করতে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

একদিন বাদ দিয়েই ফের ৫ মে বর্ধমান শহরে রোড শো করবেন মমতা বন্দোপাধ্যায়। পরের দিন অর্থাৎ ৬ মে শক্তিগড় থানার রাইপুর কাশিয়ারায় ফের মমতা বন্দোপাধ্যায় জনসভায় মিলিত হবেন দলীয় কর্মী সমর্থকদের সঙ্গে। ওইদিনই অর্থাৎ ৬তারিখ মঙ্গলকোটের লালডাঙ্গা ফুটবল মাঠে জনসভা করবেন অভিষেক বন্দোপাধ্যায়। সুতরাং চলতি মাসের ৩০ তারিখ থেকে আগামী মাসের ৬ তারিখ পর্যন্ত পূর্ব বর্ধমান জেলা জুড়ে লোকসভা নির্বাচনের চতুর্থ দফার ভোট ঘিরে যে হাই ভোল্টেজ প্রচার অভিযান চলবে সে ব্যাপারে কোন দ্বিমত প্রকাশ করেননি কোন রাজনৈতিক দল।

আরো পড়ুন