শতায়ু বৃদ্ধার শ্মশাণযাত্রা এগোলো ডিজের তালে, অবাক গ্রামবাসীরা

Souris  Dey

Souris Dey

ফোকাস বেঙ্গল ডেস্ক,জামালপুর: ফুলমালায় সুসজ্জিত খাটিয়া। সামনে গমগম করে বাজছে ডিজে বক্স। গানের তালে নাচছেন অনেকে। কারুর কাঁধে খরের আঁটি, আবার কারুর হাতে ধূপের প্যাকেট, ফুল, মালা। কোনও আনন্দ অনুষ্ঠানের শোভাযাত্রা মনে করে ঘর ছেড়ে বাইরে রাস্তায় এসে ভিড় করেছেন বহু মানুষ। শোভাযাত্রা দেখে অবাক তাঁরা। তবে ব্যাপারটা বুঝতে পারার পর অনেকেরই চোখ ওঠে কপালে। কেউ কল্পনা করতে পারেননি শ্মশাণযাত্রায় এমন অভিনব আয়োজন হতে পারে ভেবে।

বিজ্ঞাপন

শুক্রবার এমনই ঘটনার সাক্ষী থাকলো পূর্ব বর্ধমানের জামালপুর। শতায়ু ঠাকুরমার মৃত্যুতে রীতিমতো শোভাযাত্রা করে সৎকার করতে নিয়ে গেলেন নাতিপুতিরা। হুসুমপুর গ্রামের বাপন মুর্মু জানান, ঠাকুমার বয়স একশো পার হয়ে গিয়েছিল কবেই।

অসুস্থ ঠাকুমা আকারেও ছোট হয়ে যাচ্ছিলেন। দীর্ঘদিন ধরে কষ্ট পাচ্ছিলেন। স্বাভাবিকভাবেই তিনি মুক্তি পেয়েছেন। তাই তার মৃত্যুতে নাতিরা সকলে মিলে এমনই শোভাযাত্রার আয়োজন করেছেন। ঠাকুমা সম্বরি মুর্মুর দেহ সুসজ্জিত খাটিয়ায় করে জামালপুর শ্মশানে নিয়ে গিয়ে শেষকৃত্য করা হয় এদিন।

আরো পড়ুন