পড়ুয়াদের পুষ্টিযুক্ত স্বাস্থ্যকর খাদ্যাভাস ও স্বাস্থ্যসম্মত জীবনযাপন বিষয়ে জেলা জুড়ে কর্মসূচির সূচনা

Souris  Dey

Souris Dey

ফোকাস বেঙ্গল ডেস্ক,পূর্ব বর্ধমান: স্বেচ্ছাসেবী সংস্থা স্টার্ট আপ ফাউন্ডেশনের উদ্যোগে তিনটি পৃথক বিষয়ে কর্মশালা শুরু হল জেলার স্কুল গুলিতে। পুষ্টিযুক্ত স্বাস্থ্যকর খাদ্যাভাস ও স্বাস্থ্যসম্মত জীবনযাপন বিষয়ে এবং কোন নিরামিষ আহারে আমিষসম একই পুষ্টিগুণ আছে ও নিত্য খাদ্য তালিকায় প্যাকেটজাত খাবারের বদলে টাটকা খাবারের গুরুত্ব কেন বেশী সেই নিয়ে সচেতনতা বিষয়ক প্রচারাভিযান শুরু করা হয়েছে।

বিজ্ঞাপন

জেলার ৩৯টি ভিন্ন স্কুলের অষ্টম থেকে দ্বাদশ শ্রেণীর আট হাজার চারশ জন ছাত্রছাত্রীদের এই কর্মশালায় অংশগ্রহণের লক্ষ্যমাত্রা রেখে এদিন রথতলা মনহরদাস বিদ্যানিকেতন থেকে এই উদ্যোগের সূচনা হয়। এই একই সংস্থার উদ্যোগে ইলেকট্রনিক বর্জ্যের বিষয়ে সচেতনা ও সংগ্রহ অভিযানও শুরু করা হয়েছে এই স্কুলগুলিতে।

এদিন এই কর্মসূচির সূচনা হয় কাঞ্চননগর ডি.এন.দাস হাই স্কুলে থেকে। এই উদ্যোগের মাধ্যমে ছাত্রছাত্রীদের থেকে এক টন বৈদুতিন বর্জ্য সংগ্রহের লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। এছাড়াও ছাত্রছাত্রীদের মধ্যে সুরক্ষিত ভবিষ্যতের জন্য আর্থিক সঞ্চয়ের ভাবনা স্কুলস্তর থেকেই গড়ে তুলতে ও তার পদ্ধতিও কর্মশালায় শেখানো হবে। যার সূচনা হবে উদয়পল্লী শিক্ষানিকেতন থেকে।

স্বেচ্ছাসেবী সংস্থার তরফে সন্দীপন সরকার জানান “তিনটি পরিবেশ ও সামাজিক সমস্যা নিয়ে বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীদের মধ্যে ভাবনা গড়ে তুলতে ও তাদের সুষম ভবিষ্যতের জন্য এই উদ্যোগ, এই জেলার বাইরেও অনান্য জেলা গুলিতেও এই অভিযান সংস্থার তরফে চলবে।” জাতীয় শিক্ষক সুভাষ চন্দ্র দত্ত ও অরুপ কুমার চৌধুরী সংস্থার এই উদ্যোগের বিষয়ে প্রসংশা করে সাধুবাদ জানান।

আরো পড়ুন