---Advertisement---

প্লাস্টিক কুড়ানোর নাম করে নাবালিকার শ্লীলতাহানির অভিযোগ, গ্রেফতার যুবক

Souris Dey

Published

ফোকাস বেঙ্গল ডেস্ক,পূর্ব বর্ধমান: প্লাসটিকের বোতল কুড়ানোর নাম করে ১২ বছরের এক কিশোরীকে সঙ্গে নিয়ে এসে শ্লীলতাহানি করার দায়ে এক যুবককে গ্রেফতার করল পূর্ব বর্ধমান জেলার ভাতার থানার পুলিশ। ধৃতের নাম বুড়ো হেমব্রম। তার বয়স ২৭ বছর। সোমবার সন্ধ্যায় বলগোনা রেলস্টেশন সংলগ্ন এলাকা থেকে তাকে গ্রেফতার করেছে পুলিশ।

বিজ্ঞাপন
জানা গেছে, বর্ধমান রেলস্টেশন সংলগ্ন  ঝুপরি ঘরে বসবাস করে ১২ বছরের ওই কিশোরী। ওই এলাকাতেই থাকে বুড়ো। মেয়েটি রাস্তায় রাস্তায় প্লাসটিকের ফেলে দেওয়া জিনিসপত্র সংগ্রহ করে বিক্রি করে। সোমবার দুপুরের দিকে বুড়ো হেমব্রম নামে ওই পরিচিত যুবক প্লাসটিক কুড়ানোর নামে নাবালিকাকে সঙ্গে করে নিয়ে আসে বলগোনায়। 
অভিযোগ সন্ধ্যার দিকে বুড়ো ওই মেয়েটিকে রেলস্টেশন সংলগ্ন ফাঁকা জায়গায় নিয়ে গিয়ে শ্লীলতাহানি করে। মেয়েটি চিৎকার চেঁচামেচিতে স্থানীয় কয়েকজন ছুটে আসেন। মেয়েটি ঘটনার কথা জানালে স্থানীয় লোকজন ওই যুবককে আটক করে পুলিশকে খবর দেন। পুলিশ এসে তাকে গ্রেফতার করে। ধৃতকে এদিন বিচার বিভাগীয় তদন্তের  জন্য বর্ধমান আদালতে পাঠায় পুলিশ।
See also  মিঠুন চক্রবর্তীর সভা ঘিরে জামালপুর ও বর্ধমানে চরম বিশৃঙ্খলা, পুলিশি হস্তক্ষেপে নিয়ন্ত্রণ
শেয়ার করুন 🤝🏻

Join WhatsApp

Join Now
---Advertisement---