---Advertisement---

শক্তিগড়ে রেললাইনের ধার থেকে বিজেপি নেতার ক্ষতবিক্ষত দেহ উদ্ধার, খুন নাকি আত্মহত্যা তদন্তে জিআরপি

Souris Dey

Published

ফোকাস বেঙ্গল ডেস্ক,শক্তিগড়: রেললাইনের পাশ থেকে বিজেপি নেতার ক্ষতবিক্ষত মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো পূর্ব বর্ধমানের শক্তিগড় থানার হীরাগাছিতে। মৃত ব্যক্তির নাম সুভাস কুমার দত্ত ওরফে বেলি(৪৪)। বাড়ি বৈকুণ্ঠপুর ১ নম্বর পঞ্চায়েতের হীরাগাছির  ঘোষপাড়ায়। এদিকে এই মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে এলাকায়। খুন নাকি আত্মহত্যা, সেই নিয়েও এলাকায় গুঞ্জন সৃষ্টি হয়েছে। 

বিজ্ঞাপন

স্থানীয় ও পরিবার সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাত ১২ টা নাগাদ ব্যক্তিগত কাজে বাড়ি থেকে বেড়িয়েছিলেন সুভাস। রাত ১ টা নাগাদ পরিবার জানতে পারে হীরাগাছি ৪৭ সি রেলগেটের কাছে তার মৃতদেহ পড়ে আছে। পরিবারের অনুমান, ট্রেনের ধাক্কায় মৃত্যু হয়েছে সুভাসের। সুভাস বর্ধমান – দুর্গাপুর সাংগঠনিক জেলার কার্যনির্বাহী কমিটির সদস্য ছিলেন। জিআরপি মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠিয়েছে।

এদিকে বর্ধমানের বিজেপি নেতার অস্বাভাবিক মৃত্যুর খবর পাওয়ার পরই দিলীপ ঘোষ তাঁর এক্স হ্যান্ডেলে প্রতিক্রিয়া জানিয়েছেন। তিনি জানিয়েছেন, ‘অত্যন্ত মর্মাহত এই খবরে। নির্বাচনের সময় খুব সক্রিয় ভাবে কাজ করেছিলেন সুভাষ। তাঁর আত্মার শান্তি কামনা করি। এই কঠিন সময়ে পরিবারের পাশে আমরা আছি। কিভাবে এই মৃত্যু হল তার তদন্ত হওয়া দরকার। শাসক দলের হাত আছে কিনা সেটার জন্য আমরা তদন্ত দাবি করবো।’

See also  নবমীর সন্ধ্যায় বর্ধমান স্টেশনে বোমাতঙ্ক ঘিরে আতংক, বন্ধ ট্রেন চলাচল
শেয়ার করুন 🤝🏻

Join WhatsApp

Join Now
---Advertisement---