---Advertisement---

খন্ডঘোষ থানার অভিযান, আটক ১৭টি বেআইনি বালি বোঝাই ট্রাক, গ্রেপ্তার ১৭

Souris Dey

Published

ফোকাস বেঙ্গল ডেস্ক,খন্ডঘোষ: গত ২৪ ঘন্টায়, পূর্ব বর্ধমান জেলা পুলিশের উদ্যেগে, ব্লক ভূমি ও ভূমি সংস্কার আধিকারিকদের সঙ্গে নিয়ে জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৩২টি ওভারলোডিং বালি বোঝাই ট্রাক এবং একটি ট্রাক্টর বাজেয়াপ্ত করা হয় এবং বেআইনি কাজের সঙ্গে যুক্ত ২৪ জন অভিযুক্তকে গ্রেফতার করা হয়। বর্ষার মরশুমে বালি উত্তোলন নিষিদ্ধ তবুও একাংশ বালি মাফিয়ারা দাপিয়ে বেড়াচ্ছে রাতের অন্ধকারে বলে অভিযোগ। পূর্ব বর্ধমান জেলার খণ্ডঘোষ ব্লকের দামোদর নদ থেকে রাতের অন্ধকারে বালি চুরি করে পাচার করার সময় পুলিশি অভিযানে ধরা পড়ল ১৭ টি বালি বোঝাই ট্রাক।

বিজ্ঞাপন

বর্ষার মরশুমে বালি উত্তোলন নিষিদ্ধ থাকার পরেও প্রশাসনের এই নির্দেশিকা কে কার্যত বুড়ো আঙ্গুল দেখিয়ে রাতের অন্ধকারে এলাকায় দাপিয়ে বেড়াচ্ছে একাংশ বালি মাফিয়ারা। এবার সেই সমস্ত বালি মাফিয়াদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করল পূর্ব বর্ধমান জেলার খন্ডঘোষ থানার পুলিশ। গতকাল রাতভর অভিযান চালিয়ে বাঁকুড়া বর্ধমান রোডের দইচাদা এলাকা থেকে ৯টি বালি বোঝাই ট্রাক ও বর্ধমান আরামবাগ রোডের সগড়াই এলাকা থেকে ৮টি বালি বোঝাই ট্রাক আটক করে পুলিশ।

পাশাপাশি ১৭টি ট্রাকের ১৭ জন চালককে গ্রেফতার করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে। রবিবার অভিযুক্তদের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে বর্ধমান আদালতে পেশ করে খণ্ডঘোষ থানার পুলিশ। আগামী দিনেও পুলিশের তরফ থেকে এই নজরদারি চলবে বলে জানান খণ্ডঘোষ থানার পুলিশ আধিকারিকেরা। তবে প্রশাসনের নির্দেশকে অমান্য করে কাদের মদতে বালি মাফিয়ারা এইভাবে রাতের অন্ধকারে দাপিয়ে বেড়াচ্ছে সেই নিয়েও প্রশ্ন তুলছেন এলাকার সাধারণ মানুষ।

See also  বর্ধমান পূর্ব লোকসভা আসনে তৃণমূল প্রার্থী শর্মিলা সরকার
শেয়ার করুন 🤝🏻

Join WhatsApp

Join Now
---Advertisement---