তারকেশ্বরে জল ঢালতে যাওয়ার পথে কোতুলপুরে ভয়াবহ দুর্ঘটনার কবলে পিকআপ ভ্যান, আশঙ্কাজনক ২, জখম প্রায় ২৫

Souris  Dey

Souris Dey

ফোকাস বেঙ্গল ডেস্ক,বাঁকুড়া: তারকেশ্বরে শিবের মাথায় জল ঢালতে যাওয়ার পথে ভয়ানক দুর্ঘটনার কবলে পুণ্যার্থী বোঝাই পিক আপ ভ্যান। দুর্ঘটনায় আশঙ্কাজনক দু জন যাত্রী, আহত প্রায় ২৫ জন বলে প্রাথমিক ভাবে জানা গেছে। দুর্ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার কোতুলপুর থানার বাঁকাদহ-জয়রামবাটি রাস্তার উপর লালবাজার ক্যানেল পোল সংলগ্ন এলাকায়।

বিজ্ঞাপন

জানা গেছে, একটি পিকআপ ভ্যান বিষ্ণুপুরের দিক থেকে আরামবাগের দিকে যাবার সময় রাস্তার পাশে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। পিকআপ ভ্যানের মধ্যে ৩৫ জন গোপীনাথপুর গ্রামের বাসিন্দা তারকেশ্বরে শিবের মাথায় জল ঢালার উদ্দেশ্যে রওনা দিয়েছিল।

আহতদের উদ্ধার করে কোতুলপুর গ্রামীণ হাসপাতাল ও আরামবাগ হাসপাতালে ভর্তি করেছে পুলিশ। আহতদের মধ্যে বেশির ভাগ মহিলা ছিল বলে জানা গেছে। ঘটনায় একজন শিশু আহত হয়েছে বলে প্রত্যক্ষদর্শীরা জানান। তবে ঠিক কি কারণে এই দুর্ঘটনা তার তদন্ত শুরু করেছে কোতুলপুর থানার পুলিশ।

আরো পড়ুন