---Advertisement---

আর জি কর- এ কি হয়েছে দেখেছন তো! ফের সিভিক ভলেন্টিয়ারের হুমকি মহিলা চিকিৎসক কে, আলোড়ন

Souris Dey

Published

ফোকাস বেঙ্গল ডেস্ক, ভাতাড়: “আর জি কর- এ কি হয়েছে দেখেছন তো, তা আপনার সাথেও হতে পারে” এমনই হুমকি দিয়েছে সিভিক ভলেন্টিয়ার বলে অভিযোগ ভাতাড় হাসপাতালের চিকিৎসক সুতপা নষ্করের। রাতে হাসপাতালে কর্তব্যরত অবস্থায় থাকার সময় মদ্যপ অবস্থায় এসে মহিলা চিকিৎসককে হুমকি দেয় ভাতাড় থানার সিভিক সুশান্ত রায়, এর পর থেকেই আতঙ্কিত হয়ে পড়েছেন ওই মহিলা চিকিৎসক। আর জি করের ঘটনায় এখনো রাজ্য জুড়ে তোলপাড় চলছে, আর এরই মাঝে ফের হাসপাতালের মধ্যে কর্তব্যরত একজন চিকিৎসকের সঙ্গে সিভিক ভলেন্টিয়ার এর ন্যাক্কারজনক দুর্ব্যবহারের ঘটনায় আলোড়ন ছড়িয়েছে রাজ্য জুড়ে।

বিজ্ঞাপন

এই খবর ছড়িয়ে পরতেই ক্ষোভে ফেটে পড়েন ভাতাড় স্টেট জেনারেল হাসপাতালের চিকিৎসক থেকে স্বাস্থ্য কর্মীরা। জানাগেছে, সুশান্ত রায় ভাতাড় থানার সিভিক ভলেন্টিয়ার হিসাবে কর্মরত। শনিবার সকলে ভাতাড় হাসপাতাল থেকে মিছিল করে ভাতাড় থানায় এসে বিক্ষোভ দেখায় চিকিৎসক, স্বাস্থ্য কর্মীরা। তাদের দাবী, অবিলম্বে অভিযুক্ত সিভিক ভলেন্টিয়ার সুশান্ত রায় কে গ্রেপ্তার করতে হবে এবং হাসপাতালের নিরাপত্তা আরও জোরদার করতে হবে। অভিযুক্ত সিভিক ভলেন্টিয়ারের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন চিকিৎসক সুতপা নষ্কর।

বিক্ষোভরত চিকিৎসকদের অভিযোগ, শুক্রবার মধ্যে রাতে হাসপাতালে কর্তব্যরত ছিলেন চিকিৎসক সুতপা নষ্কর। তখন হঠাৎ মদ্যপ অবস্থায় চিকিৎসা করাতে আসে সিভিক ভলেন্টিয়ার সুশান্ত রায় এবং মহিলা চিকিৎসকের সঙ্গে খারাপ ব্যবহার করতে থাকে। প্রতিবাদ করলে “আর জি করে কি হয়েছে দেখেছন তো, তা আপনার সাথেও হতে পারে” এমনই হুমকি দেয় সে।

ডেপুটি সি এম ও এইচ ডা: সুবর্ণ গোস্বামী জানিয়েছেন, এই ঘটনা খুবই দুঃখজনক। সারা রাজ্য জুড়ে আর.জি.করের ঘটনা কে ধিক্কার জানাচ্ছে, তার পরেও ভাতাড় স্টেট জেনারেল হাসপাতালে মহিলা চিকিৎসক কে সিভিক ভলেন্টিয়ারের হুমকির ঘটনা টি মেনে নেওয়া যায় না। চিকিৎসকদের ক্ষোভ কে সমর্থনের সাথে সাথে অবিলম্বে অভিযুক্ত সিভিক কে গ্রেপ্তারের দাবী জানিয়েছেন তিনি। অভিযোগ পাওয়ার পরই অভিযুক্ত সিভিক সুশান্ত রায়কে ইতিমধ্যে গ্রেপ্তার করেছে ভাতাড় থানার পুলিশ।

See also  দুর্গাপুর ব্যারেজের গেট ভেঙে পড়ায় আসন্ন বোরো চাষ নিয়ে আশংকায় পূর্ব বর্ধমানের চাষীরা
শেয়ার করুন 🤝🏻

Join WhatsApp

Join Now
---Advertisement---