বর্ধমানের নান্দুরে আদিবাসী তরুণী খুনের ঘটনায় অবশেষে গ্রেপ্তার অভিযুক্ত, শনিবার পেশ করা হবে আদালতে

Souris  Dey

Souris Dey

ফোকাস বেঙ্গল ডেস্ক,বর্ধমান: বর্ধমান থানার নান্দুরে আদিবাসী তরুণী খুনের ঘটনার ন’দিন পর অবশেষে অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, ধৃতের নাম অজয় টুডু। মেয়েদের ‘ রাত দখল ‘ প্রতিবাদের রাতে, গত ১৪ আগষ্ট পূর্ব বর্ধমানের নান্দুর গ্রামের ঝাপানতলায় তরুণীর বাড়ির অদুরেই গলা কেটে খুন করা হয়েছিল ওই তরুণীকে।

বিজ্ঞাপন

তারপর আদিবাসী সংগঠন সহ নানা মহল থেকে অভিযুক্তকে গ্রেপ্তারের প্রতিবাদে সোচ্চার হয়েছিল জেলা থেকে রাজ্য। অবশেষে সেই ঘটনায় গ্রেফতার করা হল এক জনকে। পুলিশ সূত্রে জানা গেছে, জেলা পুলিশের একাধিক টিম ভিন রাজ্যে গিয়ে তল্লাশি চালিয়েছে অভিযুক্ত কে পাকড়াও করার জন্য।

জেলা পুলিশ সুপার আমনদীপ জানিয়েছেন, শনিবার ধৃতকে বর্ধমান আদালতে হাজির করানো হবে। অভিযুক্তের বাড়ি পশ্চিম মেদিনীপুরে হলেও তাঁকে পূর্ব মেদিনীপুর থেকে গ্রেফতার করেছে পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্ত তার দোষ স্বীকার করেছে। তদন্তের স্বার্থে ধৃতকে পুলিশ হেফাজতে পাওয়ার জন্য আদালতে আবেদন জানানো হবে। তারপর অভিযুক্তকে সামনে রেখেই ঘটনার পুনর্নির্মাণ করার প্রক্রিয়া শুরু করা হবে।

আরো পড়ুন