পুজোয় ধামাকা অফার, একটা দু চাকা গাড়ি কিনলে আরেকটা গাড়ি ফ্রি। দেখুন কোথায় পাবেন

Souris  Dey

Souris Dey

ফোকাস বেঙ্গল ডেস্ক,বর্ধমান: সামনেই দুর্গোৎসব। আর এই উৎসবকে সামনে রেখে বাঙালির কেনাকাটার ধুম অনেকটাই বেড়ে যায়। স্বাভাবিকভাবেই বিভিন্ন কোম্পানি এই সময় তাদের পণ্যের অধিক হারে বিক্রির উদ্দেশ্যে গ্রাহকদের জন্য নানান আকর্ষণীয় অফার, ডিসকাউন্ট থেকে প্রাইজ পর্যন্ত ঘোষণা করে।

বিজ্ঞাপন

শুক্রবার বর্ধমান শহরের নবাবহাট মোড়ে TVS কোম্পানির মোটরসাইকেল ও স্কুটার এর অনুমোদিত শোরুম ব্রাইট অটোমোবাইল প্রাইভেট লিমিটেড (Bright Automobiles Pvt Ltd) কোম্পানির কর্ণধার হাবিব শালে এদিন একটি নতুন স্কুটার লঞ্চিং অনুষ্ঠানে উপস্থিত হয়ে আসন্ন পুজোয় এমনই একটি ধামাকা অফারের কথা ঘোষণা করেছেন।

হাবিব শালে এদিন জানিয়েছেন, খুব শীঘ্রই আমরা একটি আকর্ষণীয় অফার পুজোর জন্য গ্রাহকদের জন্য নিয়ে আসতে চলেছি। যেখানে গ্রাহক একটি মোটর সাইকেল কিংবা স্কুটার কেনার সাথেই একটি স্ক্রাচ কার্ড পাবেন। আর এই স্ক্রাচ কার্ড এর মধ্যেই লুকিয়ে থাকবে সেই আকর্ষণীয় ধামাকা অফার। যে কেউ এই কার্ড স্ক্রাচ করে আরেকটি বিনামূল্যে গাড়ির মালিক হয়ে যেতে পারবেন।

অর্থাৎ একটি গাড়ি কেনার সাথেই আরেকটি গাড়ি ফ্রি তে আপনার ভাগ্যে চলে আসতেই পারে। এছাড়াও এই স্ক্রাচ কার্ড এর মাধ্যমে টিভি, ফ্রিজ, ওয়াশিং মেশিন থেকে শুরু করে প্রচুর আকর্ষণীয় অফারের আয়োজন থাকছে ব্রাইট TVS এর এই শোরুমে। হাবিব শালে এদিন জানিয়েছেন, এদিন TVS কোম্পানির স্কুটারের মধ্যে নামকরা জুপিটার মডেলের নতুন সংস্করণের লঞ্চিং প্রোগ্রাম ছিল বর্ধমানে। গত সপ্তাহেই কোম্পানি এই ১১০সিসি মডেলটির স্কুটার বাজারে নিয়ে এসেছে। এদিন বর্ধমানেও এটি জনসমক্ষে নিয়ে আসা হলো।

তিনি জানিয়েছেন, জুপিটার মডেলের স্কুটার গত দশ বছর ধরে গ্রাহকদের মনে জায়গা করে নিয়েছে। এই স্কুটার টি মূলত ফ্যমিলি স্কুটার হিসেবেই পরিচিত। কিন্তু এবার এই মডেলটির মধ্যে একাধিক নতুন কার্যকরী সুবিধা যোগ করে এবং সাধ্যের মধ্যে দাম রেখে TVS কোম্পানি আরও আকর্ষণীয় ভাবে বাজারে নিয়ে এলো। স্বাভাবিকভাবেই পুজোর আগে জুপিটার মডেলের এই নতুন স্কুটার যে গ্রাহকদের মন জয় করবে সে ব্যাপারে খুবই আশাবাদী ব্রাইট TVS পরিবারের সকলে।

আরো পড়ুন