---Advertisement---

চারচাকা গাড়িতে করে চোলাই মদ পাচারের সময় গ্রেপ্তার দুই, আটক ৬০০ লিটার মদ ও গাড়ি

Souris Dey

Published

কুনাল চট্টোপাধ্যায় ,জামালপুর: দামী চার চাকা গাড়িতে করে বিপুল পরিমান চোলাই মদ পাচার করার সময় ১৯ নং জাতীয় সড়কের আঝাপুর সংলগ্ন এলাকায় জামালপুর থানার পুলিশের জালে ধরা পড়লো প্রায় ৬০০ লিটার চোলাই মদ। ঘটনায় দুই যুবককে গ্রেপ্তার করার পাশাপাশি বাজেয়াপ্ত করা হয়েছে চারচাকা গাড়িটি।

বিজ্ঞাপন

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে মঙ্গলবার সকাল আটটা নাগাদ জাতীয় সড়কের ওপর থেকে সন্দেহজনক একটি সুইফ্ট ডিজায়ার গাড়িকে তাড়া করে ধরে ফেলে পুলিশ। ঘটনাস্থল থেকে জামালপুর থানায় নিয়ে আসা হয় ধৃত দুজন যুবককে।

সিঙ্গুর থেকে বোলপুর নিয়ে যাওয়ার পথেই তাদের গ্রেপ্তার করে বাজেয়াপ্ত করা হয়েছে মদ ও গাড়ি বলে পুলিশ জানিয়েছে। ধৃতদের নাম সুরোজ সাউ ও সন্তোষ সাউ। ধৃতরা বোলপুর এলাকার বাসিন্দা। সিঙ্গুর থেকে বোলপুর যাবার পথেই আঝাপুর এলাকায় গ্রেপ্তার করা হয়েছে দুজন কে।

See also  কালনা সুপার স্পেশালিটি হাসপাতালে প্রসূতিদের কাছে টাকা নেওয়ার অভিযোগ, তদন্তের আশ্বাস কর্তৃপক্ষের
শেয়ার করুন 🤝🏻

Join WhatsApp

Join Now
---Advertisement---