মানসিক ভারসাম্যহীন যুবককে বাড়ি ফেরালো গলসী থানার পুলিশ

Souris  Dey

Souris Dey

ফোকাস বেঙ্গল ডেস্ক,গলসী: গতদুদিন ধরে উদ্দেশ্যহীনভাবে গলসী বাজার এলাকায় ঘুরে বেড়াচ্ছিলেন এক যুবক। যুবকের চালচলন, কথাবার্তা দেখেশুনে স্থানীয়দের সন্দেহ হয়। জানতে পারা যায় ওই যুবক আংশিক মানসিক ভারসাম্যহীন। কেউ কিছু জিজ্ঞাসা করলেও কথা বলতে চাইছে না। খবর যায় গলসী থানায়। এরপর পুলিশ ওই যুবককে উদ্ধার করে থানায় নিয়ে আসে। যদিও এরই মাঝে গলসী থানার পুলিশের কাছে খবর আসে কেতুগ্রাম থানার একটি ঘটনায় পুলিশ একজন ব্যক্তির খোঁজ করছে। গলসী থানার পুলিশ সেই তথ্যের ভিত্তিতে গলসী বাজার থেকে এই ব্যক্তিকে আটক করে নিয়ে আসে। পরে দেখা যায় এই ব্যক্তি সেই ব্যক্তি নয়। পুলিশ সূত্রে জানা গেছে, এই ব্যক্তির নাম পরিতোষ চক্রবর্তী। পিতা সুনীল চক্রবর্তী। বাড়ি হাওড়া জেলার উলুবেড়িয়া থানার কোটালঘাটা এলাকায়।

বিজ্ঞাপন

গলসী থানার তত্ত্বাবধানে মনোরোগ বিশেষজ্ঞ ডেকে এই যুবককে জিজ্ঞাসাবাদ করা হলে সে তার নাম,ধাম সবকিছুই জানিয়ে দেয়। যদিও প্রথমে পুলিশকে কিছুই বলতে চায়নি যুবক। এরপর পুলিশ উলুবেড়িয়া থানার সঙ্গে যোগাযোগ করে এই যুবকের বাড়ির খোঁজখবর নেওয়া শুরু করে। পুলিশ সূত্রে জানতে পারা গেছে, পরিতোষ চক্রবর্তীর বাবা,মা কেউ বেঁচে নেই। তিনি তাঁর কাকা, কাকিমার কাছে থাকতেন। তাঁরাও বয়স্ক। গলসী থানার পক্ষ থেকে তাঁদের পরিবারের নিখোঁজ যুবকের খবর দেওয়া হলেও তাঁরা বয়স্ক হওয়ায় এবং তাঁদের পুত্র সন্তানরা বিদেশে থাকায় বর্ধমানে কেউ আসতে পারবেন না বলেও জানিয়ে দেন। এরপর স্বতঃপ্রণোদিত ভাবে গলসী থানার পুলিশ ওই ব্যক্তি কে গাড়ি করে উলুবেড়িয়ায় পৌঁছে দেওয়ার ব্যাবস্থা করে। স্বাভাবিকভাবেই পুলিশের এহেন উদ্যোগে খুশি সকলেই।

আরো পড়ুন