---Advertisement---

দুটি বাসের মুখোমুখি সংঘর্ষ, শিশু সহ জখম প্রায় ২০

Souris Dey

Published

ফোকাস বেঙ্গল ডেস্ক,বর্ধমান: দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে শিশু সহ প্রায় ২০জন যাত্রী জখম হলো। সোমবার দুপুরে ভয়ানক দুর্ঘটনাটি ঘটেছে বর্ধমান গুসকরা রোডের ঝিঙ্গুটি বিরপুর মোড়ে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বর্ধমানের দিক থেকে গুস্করার দিকে একটি বাস যাচ্ছিল, উল্টোদিক থেকে সেইসময় আরেকটি বাস বর্ধমানের দিকে আসছিল।

বিজ্ঞাপন

বীরপুর মোড়ে রাস্তার বাঁক নেওয়ার সময় দুটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের পর বর্ধমান মুখী বাসের চালক কেবিনের মধ্যেই আটকে পড়েন। স্থানীয় মানুষ ছুটে এসে উদ্ধার কাজে হাত লাগান। যাত্রীদের মধ্যে অনেকেই গুরুত্ব রক্তাক্ত ও জখম হয়েছেন। বর্ধমান থানার পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আহত সকলকে উদ্ধার করে দ্রুত বর্ধমান মেডিকেলে নিয়ে আসে। বাস দুটিকে আটক করা হয়েছে। একটি বাসের চালক কেও উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয়দের অভিযোগ, বৃষ্টির মধ্যে সতর্কভাবে বাস না চালানোর জন্যই এই দুর্ঘটনা ঘটেছে। বাঁকের মুখে আরো সচেতন হয়ে চালকদের গাড়ি চালানো উচিত বলে স্থানীয় মানুষ দাবি করেছেন। এর আগেও এই জায়গায় একাধিক যানবাহন দুর্ঘটনার কবলে পড়েছে বলে জানিয়েছেন এলাকাবাসী।

See also  বর্ধমান রমনাবাগান জুলোজিক্যাল গার্ডেন কে ঘিরে একগুচ্ছ পরিকল্পনা বনমন্ত্রীর
শেয়ার করুন 🤝🏻

Join WhatsApp

Join Now
---Advertisement---