সপ্তমীর দুপুরে ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত্যু হলো মা ও মেয়ের, আশঙ্কাজনক এক চিকিৎসক

Souris  Dey

Souris Dey

ফোকাস বেঙ্গল ডেস্ক,শক্তিগড়: মহা সপ্তমীর দুপুরে মর্মান্তিক পথ দুর্ঘটনার শিকার চিকিৎসকের পরিবার। ঘটনায় মৃত দুই, আহত এক। দুর্ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের ১৯ নম্বর জাতীয় সড়কের শক্তিগড় থানা এলাকায়। জানা গেছে, চিকিৎসক কিশলয় নায়েক তার পরিবার নিয়ে চারচাকা গাড়ি করে কলকাতা থেকে বর্ধমান পুলিশ লাইন এলাকায় শ্বশুরবাড়ি আসছিলেন। সেই সময় জাতীয় সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে তাদের গাড়ি রাস্তার পাশে ডিভাইডারে সজোড়ে ধাক্কা মারে।

বিজ্ঞাপন

ঘটনার পর আহতদের উদ্ধার করে আনাময় সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে আসে পুলিশ। সেখানে চিকিৎসা চলাকালীন মৃত্যু হয় চিকিৎসকের স্ত্রী ও মেয়ের। পরে গুরুতর আহত চিকিৎসক কিশলয় নায়েক কে বর্ধমান মেডিকেল কলেজে হাসপাতালে স্থানান্তরিত করা হয় । পুলিশ সূত্রে জানা গেছে, মৃতরা হলেন রাজশ্রী নায়েক । বয়স আনুমানিক ৪৫। এবং মিষ্টি নায়েক, বয়স ১৩।

পরিবার সূত্রে জানা গেছে চিকিৎসক কিশলয় নায়েক কলকাতার শম্ভুনাথ পন্ডিত হাসপাতালে শিশু বিভাগের চিকিৎসক। তিনি উত্তর ২৪ পরগনার মানিকতলা থানা এলাকার বাসিন্দা । তবে তাঁর আদি বাড়ি পূর্ব বর্ধমান জেলার রায়না থানার মুগরো গ্রামে। আকস্মিক এই মর্মান্তিক ঘটনার পর পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।

আরো পড়ুন